বাংলা ধারাবাহিকের (Bengali Serial) অনুরাগীদের কাছে ‘চিরসখা’ (Chiroshokha) এখন এক টানটান উত্তেজনার নাম। কমলিনী আর স্বতন্ত্রর সম্পর্ক যেভাবে ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নিচ্ছিল, ঠিক তখনই নেমে এল ঝড়। কমলিনীর নিঃশব্দ প্রেমে ছন্দপতন ঘটাল এক পুরনো নাম—চন্দ্র। বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই স্বামী হঠাৎই ফিরে এসে দাবি তুলেছে, সে বেঁচে আছে এবং কমলিনীর জীবনে আবার তার স্থান দাবি করছে।
এই আকস্মিক ফিরে আসা শুধু কমলিনীর মানসিক অবস্থাকেই নাড়িয়ে দিচ্ছে না, ভেঙে দিয়েছে স্বতন্ত্রর আশ্রয়ের দেওয়ালও। এতদিনের বন্ধুত্ব, অভিমানী প্রেম, সবটাই যেন এক মুহূর্তে ভেঙে পড়েছে। পরিবারের অন্য সদস্যরাও এই ঘটনায় রীতিমতো হতবাক। একজন মৃতপ্রায় মানুষ ফিরে এসে স্ত্রীর জীবনে নিজের জায়গা দাবি করছে! কমলিনী এখন নিজেই দ্বিধাগ্রস্ত। অতীতের স্বামী ফিরে আসতে কী হবে তার বর্তমান সম্পর্কের?
এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জটিলতা। কমলিনীর চোখে এখন অনিশ্চয়তা, স্বতন্ত্রর দৃষ্টিতে ধরা পড়ছে ব্যথা। এই নতুন মোড়েই আসছে আরেক চমক। ধারাবাহিকে এবার উঠে আসবে চন্দ্রর ফিরে আসার আসল উদ্দেশ্য! চন্দ্র আসলে কমলিনীর জন্য ফিরে আসেনি, বরং তার উদ্দেশ্য অন্য। তার জীবনেও আছে এক রহস্যময় নারী, যার সঙ্গে এক নতুন সংসার গড়ে তুলেছে সে অন্যত্র। সেই স্ত্রীয়ের পরিচয় নিয়েই শুরু হয়েছে জল্পনা। কার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন চন্দ্র?
এই রহস্য উন্মোচনের আগেই টেলিপাড়ায় ছড়িয়ে পড়েছে নানান গুঞ্জন। চন্দ্রর দ্বিতীয় স্ত্রীয়ের চরিত্রে নাকি ফিরতে চলেছেন ছোট পর্দার পরিচিত মুখ ‘বুলবুলি পাঁজা’। দর্শক বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন তাঁকে ফের দেখার জন্য। তবে এই সম্ভাবনার গুজবেই জল ঢেলে দিয়েছেন বুলবুলি নিজেই। স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে তিনি ছোট পর্দায় কোনও প্রজেক্টে কাজ করছেন না।
আরও পড়ুনঃ “গাছের ডাল ধরে ডিস্কো করাকে নাচ বলা যায় না!” “বাংলায় নাচের কোনও সম্মান নেই!”— তীক্ষ্ণ ভাষায় কটাক্ষ কল্যাণী মন্ডলের! বর্ষীয়ান অভিনেত্রী তথা উত্তমের সহঅভিনেত্রীর কণ্ঠে দুঃখের সুর! গ্ল্যামারের আড়ালে কি সত্যিই উপেক্ষিত শিল্প?
‘চিরসখা’ নিয়েও কারও সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি। তবে প্রশ্ন থেকেই যায়, চন্দ্রর জীবনের নতুন নারী কে? কে অভিনয় করবেন এই রহস্যময় চরিত্রে? আপাতত যদিও কমলিনীর সতীন কে হবেন বা চন্দ্রের রহস্য কি, সেটা জানা যায়নি। তবে ধারাবাহিকের গল্পের গতি যেভাবে মোড় নিচ্ছে, তাতে স্পষ্ট যে দর্শকদের জন্য আরও বড় কোনও চমক অপেক্ষা করছে। আগামী পর্বগুলিতেই মিলতে পারে তার উত্তর।