বাহুবলি স্টাইলে মা ও কথাকে র’ক্ষা করল এভি, প্রোমোতে মিলল টান টান উত্তেজনার আভাস

স্টার জলসার (Star Jalsha) এক নম্বর মেগা ‘কথা’ (Kothha)। গীতা ও সুধাকে হা’ড্ডাহা’ড্ডি ট’ক্কর দিয়ে টিআরপি (Trp) তালিকায় বেশ কয়েকবার এক নম্বর স্থান অধিকার করেছে। জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকগুলিকেও বেশ জোরদার ট’ক্কর দেয় এই মেগা।

গল্পের নায়ক এভি ও নায়িকা কথার মধ্যে জমে উঠছে সমীকরণ। তাই টিআরপিও বাড়ছে তরতড়িয়ে। গল্প অনুযায়ী, অনেকদিন পর এভির মাকে খুঁজে পেয়েছে এবাড়ির সকলে। কথা অজান্তে এভিকে তার মায়ের সঙ্গে মিলিয়ে দিয়েছে। জীবনের অন্যতম শূন্যস্থান ফিরে পাওয়ার পর অল্প হলেও দুর্বলতা বাড়ছে এভির।

Star Jalsha, Kothha, Kothha Today Episode 18th October, Susmita Dey, Saheb Bhattacharya, Bengali Serial, স্টার জলসা, কথা, সুস্মিতা দে, সাহেব ভট্টাচার্য, কথা আজকের পর্ব ১৮ অক্টোবর

এদিকে, কথা ও অভির মায়ের মধ্যে তৈরি হয়ে চলেছে এক গভীর সুসম্পর্কের। দুর্গাপুজোয় ঘটতে চলেছে বড় বিপত্তি। ষড়যন্ত্রের শিকার হতে চলেছে কথা ও তার শাশুড়ি। ঠিক কী ঘটল। ঝলক দেখা গেল প্রোমোতে।

কী দেখা যাচ্ছে প্রোমোতে?

স্টার জলসায় সদ্য প্রকাশ্যে এসেছে ‘কথা’র নতুন প্রোমো। দেখা যাচ্ছে, দুর্গাপুজোর শোভাযাত্রা চলছে। তবে আগেই গাড়ির ব্রেক কেটে রাখে পরিবারেই এক সদস্য। সকলে মিলে যখন শোভাযাত্রায় আনন্দে মেতে, জোরকদমে চলছে নাচ, গান, সিঁদুর খেলা ও ধুনুচি নাচ।

তখনই ঘটে যায় বড় দুর্ঘটনা। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিতে এগোয় কথা ও এভির মাকে। স্ত্রী ও মায়ের এহেন অবস্থা দেখে ছুটে যায়। হাত দিয়েই রীতিমতো গাড়ি থামায়। কথা চেচিয়ে ওঠে ‘পাচক মশাই’ বলে। গাড়ি থামাতে গিয়ে কি তবে এভির অনেক বড় ক্ষতি হয়ে যাবে? কবে উদ্ঘাটন হবে ষ ড়যন্ত্রের আসল সত্যি।

আরও পড়ুনঃ এক্কেবারে গাঁ’জাখুরি গল্প! সাধের আগের দিনেও জগদ্ধাত্রীর বেবি বাম্প নেই, পরের দিন পেট ফুলে উঠল! হেসে কুটিকুটি দর্শক

Back to top button