দম্ভ শেষ! সেনগুপ্ত বাড়ি এখন সোনা-রূপার! হাত জোড় করে নিজের কৃতকর্মের জন্য দীপার কাছে ক্ষমা চাইলেন লাবণ্য সেনগুপ্ত

সেনগুপ্ত পরিবারে ঘনিয়ে এসেছে ঘোর বিপদ। পারিজাত সেন বাড়ি দখল করে নিয়েছে। গোটা সেনগুপ্ত পরিবারের মাথার উপর ছাদ নেই। তাই সেনগুপ্ত বাড়ির শেষ ভরসা দীপা। তার বাড়িতে এসেই উঠেছে গোটা সেনগুপ্ত পরিবার। সব মিলিয়ে শেষ পর্যন্ত দীপার উপরই ভরসা রাখতে হচ্ছে গোটা পরিবারকে। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-এ (Anurager Chowwa) মিলল এমনই কিছু চমক।

সূর্যের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর দীপা এখন মেয়েদের নিয়ে থাকে একটি বারোয়ারি ভাড়া বাড়িতে। যেখানে অন্যান্য ভাড়াটেদের সঙ্গে এক স্নানঘর ভাগ করে নেন দীপা আর তার মেয়েরা। দীপার এহেন পরিস্থিতি দেখে কেঁদে কূল পাচ্ছে না লাবণ্য। বিবেক দংশনে বিদ্ধ হয়ে চলেছে অনবরত। কারণ দীপার এই পরিস্থিতির জন্য সেও কিছুটা দায়ী।

এদিকে, সেনগুপ্ত বাড়ি ফিরে পেতে দৌড়ঝাঁপ করে মরছে প্রবীর। এই বয়সে এত চিন্তা, এত শারীরিক ধকল নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে সে। আর অন্যদিকে, দীপার বারোয়ারি ভাড়া বাড়িতে দশজনের মাঝে থাকতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে কাকীয়ার। দীপার ছাপোষা আপ্যায়ন কিছুতেই পোশাচ্ছে না তার।

অন্যদিকে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে রূপা। সদ্য বড় অপারেশন হয়ে তার। এই মুহূর্তে পরিবারের সঙ্গ তার মন ভাল রাখার জন্য একান্ত ভাবে কাম্য। রূপাকে বাড়ি ফিরতে দেখে স্বস্তির নিশ্বাস ফেলে সকলে। এত খারাপের মধ্যেও একটু ভাল, রূপার ভাল থাকা। তবে এতকিছুর মধ্যে লুকিয়ে থাকে নয়া চমক।

আরো পড়ুন: “এইভাবে শ’রী’র দেখালে আবার ছবি পাবে!” উন্মুক্ত ব’ক্ষ’যু’গ’ল দেখিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী মধুমিতা সরকার

হঠাৎই প্রবীর সবাইকে বলে, সে সোনা-রূপার নামে বাড়িটি উইল করে রেখেছে। সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করতে পারছে না বলে বাড়ি প্রসঙ্গে চূড়ান্ত কিছু জানতে পারেনি প্রবীর। কিন্তু গোটা বাড়িটা সোনা-রূপার নামে করে দিয়েছে শুনে হতবাক বনে যায় ঊর্মি, তার স্বামী ও কাকিয়া। প্রবীর কি করে পারল তাদের ছেলে দীপকে বঞ্চিত করে এতবড় সিদ্ধান্ত নিতে!

You cannot copy content of this page