ফেঁসে গেলো চড়ুই! বৌয়ের সব কীর্তি পুলিশকে জানালো লালন, জমজমাট পর্ব ধূলোকণায়, খুব খুশি ফুলঝুরির অনুরাগীরা

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে ধূলোকণা। একটা সময়ে টিআরপি দিক দিয়ে এবং দর্শকদের জনপ্রিয়তার দিক দিয়ে ভাল ফলাফল করছিল এই ধারাবাহিকটি। কিন্তু তারপর হঠাৎ করেই দর্শক রুষ্ট হতে থাকে এই ধারাবাহিকের গল্পের প্রতি।

ফুলঝুরি নিজের দোষে সলালনকে বিয়ে করতে পারে না। তার সঙ্গে বিয়ে হয় চড়ুইয়ের। তার এই ন্যাকামো দেখে রেগে যায় দর্শকরা। তবে তারপর গল্পের মোড় ধীরে ধীরে পাল্টে যায়। এখন আবার সেটা বেশ জমে উঠেছে।

এখন শ্বশুরবাড়িতে এসেও একের পর এক কূটবুদ্ধি করে চলেছে চড়ুই। লালনের পরিবারকে অতিষ্ঠ করে তুলেছে সে। এদিকে চড়ুই শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করে যে তার উপর অত্যাচার করা হচ্ছে।

কিন্তু লালন চুপ করে থাকার পাত্র নয়। তাই সে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয় পুলিশের কাছে। পুলিশ তাদের বাড়ি এলে সব কথা ফাঁস করে দেয় লালন। সে চড়ুইয়ের মাকে বলে তার মেয়ে তার জীবনের বারোটা বাজিয়ে দিয়েছে তাতেও সে ভয় পায় না। নিজের স্ত্রীর করা অন্যায়গুলির লিস্ট করে রেখেছে সে। থানায় সব বলেছে সে।

এই দৃশ্য দেখে বেজায় খুশি দর্শকরা। তারা অপেক্ষায় ছিল যে কখন এই পরিস্থিতি আসবে। এবার মুখোশ খুলে যাবে চড়ুইয়ের।

You cannot copy content of this page