দাদু গ্রামোফোনে, নাতি ইয়ারফোনে! প্রচেত গুপ্তর গল্প অবলম্বনে আসছে ‘মধুর হাওয়া!’ দারুণ মজা পাবেন দর্শকরা

বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে আনাগোনা লেগে রয়েছে একের পর এক নয়া ধারাবাহিকের (New Serial)। জি, জলসা, সান বাংলা সর্বত্র এক ছবি। আকাশ আটও (Akash Aath) বিকল্প নয়। টিআরপির (Trp) কথা মাথায় রেখে চ্যানেলে আসছে নতুন গল্প।

বর্তমান সময়ে একটি যৌথ পরিবার থাকলে কী কী হতে পারে? সেই মজার গল্প নিয়ে আসতে চলেছে আকাশ আট (Akash Aath) চ্যানেলে নতুন ধারাবাহিক ‘মধুর হাওয়া’ (Madhur Hawa)। মতের অমিল থাকলেও, পারিবারিক মূল্যবোধ যেন মধুর হয়। এবার সেই বার্তাই দিতে আসছে আকাশ আটের এই নয়া ধারাবাহিক।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল তরুণ মজুমদার পরিচালিত ছবি ‘চাঁদের বাড়ি’। সেখানেও যৌথ পরিবারের গল্প উঠে এসেছিল। প্রচেত গুপ্তের লেখা উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছিল সেই ছবি। এবার আবার আসতে চলেছে ‘মধুর হাওয়া’। যা একই নামের একটি ছোটগল্পের আদলে তৈরি। প্রেক্ষাপট সাজাতে ডিরেক্টর ট্র্যাকে কিছু বদল এনেছেন।

লেখক প্রচেত গুপ্ত কোথায়, প্রথাগত ধারাবাহিকের থেকে একটু অন্য রকমের গল্প বলতে চাইছেন। প্রচেত গুপ্তর সঙ্গে সেই কাজটি করেছেন ধারাবাহিকের পরিচালক অনিন্দ্য সরকার এবং চিত্রনাট্যকার রাকেশ ঘোষ। অনিন্দ্য বললেন, ‘‘কাউকে ছোট না করেই বলছি, এখনকার বেশির ভাগ ধারাবাহিকের সবটাই যেন বড্ড আরোপিত। সেখানে এই কাহিনিতে কিন্তু বাঙালির শিকড়ের কথা বলবে।’’

আরও পড়ুন: সুধার মা সব সত্যি বলতেই মন গলে গেল তেজের! দ্বিরাগমনে গিয়ে অশান্তি মিটলো সুধা-তেজের

মধুর হওয়ায় দেখা যাবে টেলিভিশন জগতের একাধিক মুখ

সান্যাল পরিবারের চার প্রজন্মকে ধরে গল্প এগোবে। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অরিজিৎ গুহ, গোপা নন্দী, শুভাশিস বন্দ্যোপাধ্যায়, মৌসুমী চক্রবর্তী প্রমুখ। ধারাবাহিকে দেখা যাবে, এখন বাড়িতে দাদু হয়তো বাজারে গিয়ে মাছ কিনছেন। নাতি অনলাইনে মাছ অর্ডার করছে। দাদু হয়তো গ্রামোফোন রেকর্ডের পিন খুঁজছেন। নাতি সেখানে কানে ব্লু-টুথ ইয়ারফোন লাগিয়ে গান শুনছে।

 

Back to top button