ঈদের আগে এবার বাজারে এলো মনফাগুন মেহেন্দি! ঋষি-পিহুর ছবি দেওয়া মেহেন্দি কিনতে ভিড় বাজারে
মাঝে মাঝে সিরিয়ালের জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে যায় তার কারণ এই সিরিয়াল আমরা প্রত্যেকদিন দেখি।সিরিয়ালের কলাকুশলীরা আমাদের ঘরের লোক হয়ে গেছে। তাদের হাঁটাচলা কথা বলা স্টাইল স্টেটমেন্ট সবকিছুই আমরা পারলে নকল করি। আমাদের কারণেই টিআরপি রেটিং তালিকা প্রতি সপ্তাহে পরিবর্তন হয়। কারোর নম্বর বাড়ে আবার কারোর কমে।
স্টার জলসার বর্তমানের টপ সিরিয়াল হলো গাঁটছড়া কিন্তু এমন একটা সিরিয়াল রয়েছে যেটি টিআরপি রেটিং তালিকায় হয়তো ভালো ফলাফল এখন করতে পারছে না কিন্তু এর ফ্যানের সংখ্যা অগুনতি। বিশেষ করে বাংলাদেশের এই সিরিয়ালের ফ্যান প্রচুর রয়েছেন। আমরা তাদের পোস্ট প্রায়শই দেখে থাকি সোশ্যাল মিডিয়ায়।
সিরিয়ালের অনুকরণে বিভিন্ন জিনিস এর আগে বাজারে এসেছে। পাখি চুড়িদার, ঝিলিক চুড়িদার, বাহা শাড়ি,প্রভা শাড়ি এ তো গেল জামাকাপড়ের কথা।কিছুদিন আগে হচ্ছে উচ্ছেবাবু সন্দেশ এসে বাজার মাত করে দিয়েছে। মাঝে আমরা দেখেছিলাম পিহু চানাচুর এসেছে। কিন্তু এবার যে জিনিসটা বাজারে এলো তা দেখে মন ফাগুনের ভক্তরা জাস্ট আপ্লুত।
আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই খুশির ঈদ। আর ঈদে মহিলারা মেহেন্দি করেন হাতে। যেসব মহিলারা মন ফাগুনের ভক্ত তাদের জন্য ঈদের আগেই রইল একটা সুখবর। বাজারে পাওয়া যাচ্ছে মন ফাগুন মেহেন্দি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মেহেন্দি টিউব আর তার প্যাকেটের ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্যাকেট এর উপর ঋষি পিহুর ছবি দেওয়া এবং তাতে লেখা মন ফাগুন।স্বাভাবিকভাবেই এই মন ফাগুন মেহেন্দির ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এবং মহিলারা সকলেই খোঁজ করছেন যে কোথায় পাওয়া যাবে এই মন ফাগুন মেহেন্দি।