বর্তমানে চ্যানেলগুলি একে অপরের সাথে কম্পিটিশনে নেমেছে। নিজেদের টিআরপি (TRP) বাড়ানোর জন্য একটি চ্যানেল অন্য চ্যানেলের তারকাদের নিয়ে শুরু করছে নতুন নতুন ধারাবাহিক। এক একটি নামকরা প্রোডাকশনের তরফে আসছে একের পর এক নতুন নতুন সিরিয়াল। ভিন্ন ভিন্ন ধাঁচের গল্প নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। আর এই নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হচ্ছে পুরোনো মেগা।
বর্তমানে কোনও ধারাবাহিক টিআরপিতে নিচে নামলেই ইতির খাতায় নাম লেখায়। এখনকার মেগাগুলি আগেকার মতন বছর বছর চলে না। কিছু মাসেই বন্ধ হয়ে যেতে পারে, যদি টিআরপি ভালো না থাকে। সম্প্রতি কিছুদিন এমনই কিছু কারণে বন্ধ হয়ে গিয়েছে অনেকগুলি ধারাবাহিক, আবার এসেছে অনেক নতুন নতুন ধারাবাহিকও। যেমন স্টার জলসায় (Star Jalsha) এসেছে ‘তোমাদের রানী’ (Tomader Rani), ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye aajkal)।
স্টার জলসায় আরও একটি ধারাবাহিক আসতে চলেছে ‘জল থৈ থৈ’ (Jal Thai thai)। জি বাংলায় (Zee Bangla) ‘মিলি’ (Mili) ও সান বাংলায় (Sun Bangla) ‘শ্যামা’ (Shyama) সহ আরও অনেক মেগা। বিভিন্ন নামকরা প্রোডাকশনের তরফে এসেছে নানান নতুন সিরিয়াল। তবে বাদ পড়েছে অ্যাক্রোপলিস প্রোডাকশন (Acropoliis Production)। এতগুলো নতুন সিরিয়ালের মধ্যে কোনও সিরিয়াল এই প্রোডাকশনের তরফে নয়। কিন্তু কেন? আমরা জানি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gaatchora) অ্যাক্রোপলিস প্রোডাকশনের তরফে।
একটাসময় ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি জনপ্রিয় হলেও এখন টিআরপিতে তলানিতে গিয়ে ঠেকেছে। অন্যদিকে স্টার জলসার আরেকটি সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালটিও তেমন ভালো জায়গা পায়নি টিআরপিতে। তাই স্টার জলসা এখন এই প্রোডাকশনকে আর কোনও নতুন সিরিয়াল আনতে দিচ্ছে না। অন্যদিকে এই প্রোডাকশনের তরফে আসা ‘তুঁতে’ ধারাবাহিকটির টিআরপিও তলানিতে।
বিশেষ করে অ্যাক্রোপলিস প্রোডাকশনকে স্টার জলসায় এতদিন বেশি সুযোগ দিয়ে এসেছে ধারাবাহিক আনার। পাশাপাশি কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’ সিরিয়ালটি যতক্ষণ না শেষ হবে, ততক্ষন নতুন সিরিয়াল আনবে না। সান বাংলায় এই নতুন শুরু হয়েছে ‘শ্যামা’ সিরিয়াল। তাই এখনই আর নতুন সিরিয়াল আনছে না। জি বাংলাতেও এখনও প্রজেক্ট কনফার্ম হয়নি। তাই সব মিলিয়ে কোনও চ্যানেল সুযোগ দিচ্ছে না অ্যাক্রোপলিস প্রোডাকশনকে তাদের নতুন সিরিয়াল আনার।