উজান, সূর্য, রাধিকা, অনির্বাণ নাকি পোখরাজ- জাতীয় ডাক্তার দিবসে সিরিয়ালের সেরা ডাক্তার কে? কমেন্টে জানান আপনার পছন্দ

আজ ১লা জুলাই‌। আজকের এই দিনটি আপামর ভারতীয় চিকিৎসকদের কাছে ভীষণ‌ই গুরুত্বপূর্ণ। আসলে আজকের এই দিনটি আমাদের দেশে জাতীয় চিকিৎসা দিবস হিসেবে পরিচিত। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের সম্মানে, ১৯৯১ সালে চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদানকে স্বীকৃতি জানাতে এই দিনটি প্রথমবারের মতো চিকিৎসক দিবস হিসেবে উদযাপন করা হয়।

আজ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস‌ও। আর তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা বশত আজকের দিনটি চিকিৎসক দিবস হিসেবে উদযাপন করা হয়‌। আসলে তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি ভালোবাসা, প্রশংসা ও সমাদর কুড়িয়েছিলেন গোটা দেশ থেকেই। আসলে বিধান চন্দ্র রায় এমন একজন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি স্বপ্ন দেখতেন বাংলা-বিহারকে এক করার। তিনি ছিলেন বাংলার সর্বকালীন আদর্শবাদী মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ড. বিধান চন্দ্র রায়ের অন্যতম বড় পরিচয় ছিল তিনি ছিলেন একজন মানবদরদী চিকিৎসক। সাধারণ মানুষ থেকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সবাই ছিলেন তাঁর রোগীর তালিকায়। বিধান চন্দ্র রায় ছিলেন এমন একজন চিকিৎসক, যিনি বাংলার ইতিহাসের এক অত্যন্ত টালমাটাল, বিপদজনক সময়ে মাসিক লাখ টাকার প্র্যাকটিস ছেড়ে দিয়ে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নিজের জীবন বিপন্ন করে বাঙালিকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন।

আর আজকের দিনে বাংলা টেলিভিশনের দুনিয়াতেও কিন্তু অনেক চিকিৎসকের দেখা মেলে। আর জাতীয় চিকিৎসক দিবসের এই বিশেষ দিনে আপনার পছন্দের চিকিৎসক কে সেটা জানিয়ে যেতেও ভুলবেন না কিন্তু। বাংলা টেলিভিশনে অনেক জনপ্রিয় নায়ক নায়িকা রয়েছে যাঁরা চিকিৎসকের চরিত্রে অভিনয় করেন। তাঁদের মধ্যে আপনার পছন্দের কে?

এ যেমন ধরুন দেশের মাটি ধারাবাহিকের কিয়ান অথবা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য! এই দুটি চরিত্রে একজন নায়ক‌ই অভিনয় করলেও আপনার পছন্দের চরিত্র কে? নাকি এখানে আকাশ নীল ধারাবাহিকের উজান বা হিয়া আপনি পছন্দ করতেন কাকে? নাকি এক্কাদোক্কা ধারাবাহিকের পোখরাজ, রাধিকা, অনির্বাণ এঁরা আপনাদের বেশি পছন্দের?

Back to top button