ইতিমধ্যেই দর্শকদের মন জিতেছে শিরিন-জিতু জুটি, গল্প এবার মোড় নিচ্ছে রাজনন্দিনীর মৃ’ত্যুর রহস্যে! ‘চিরদিনই তুমি যে আমার’-এ আর্য অপর্ণার বিয়ের পরই আসছে বড় মোড়! আর্যর প্রথম স্ত্রীর ভূমিকায় থাকছেন পায়েল দে!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ (Chirodini Tumi Je Amar) নতুন অপর্ণার আগমন নিয়ে যে জল্পনা টেলিপাড়ায় সপ্তাহের পর সপ্তাহ ধরে চলছিল, সেই রহস্যে এখন আর ততটা অন্ধকার নেই। কারণ গত দুই সপ্তাহ ধরে শিরিন পালকে অপর্ণা রূপে দর্শকরা ইতিমধ্যেই দেখছেন এবং অবাক করার মতো বিষয়, নতুন মুখ হলেও তাঁর অভিনয় সহজেই মিশে গেছে গল্পের ধারার সঙ্গে। বিশেষ করে জিতুর সঙ্গে তাঁর রসায়নকে অনেকেই ধারাবাহিকের নতুন প্রাণ বলে মনে করছেন। শুরুতে যতটা সংশয় ছিল, শিরিনের সাবলীলতা সেই সন্দেহ ধীরে ধীরে দূর করে দিয়েছে।

অবশ্য শিরিনকে বাছাই করা নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার পেছনে ছিল আরও বেশ কিছু নামের প্রতিদ্বন্দ্বিতা। প্রত্যুষা পাল, সম্পূর্ণা মণ্ডল কিংবা নবাগত সৃজা দত্ত, শুরুতে এঁদের নিয়েই বেশি আলোচনা হয়েছিল। তারপর লুক-টেস্টের খবরে আরও উত্তাপ বাড়ে এবং জানা যায় নতুন মুখদের মধ্যেই একজনকে বেছে নিতে চাইছেন নির্মাতারা। সেই সময় থেকেই শিরিনের নাম আলোচনায় আসতে শুরু করে আর মঞ্চে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা যে বড় ভূমিকা নিয়েছে, তা এখন বোঝা যাচ্ছে।

ধারাবাহিকে তাঁর আগমন প্রমাণ করে দিয়েছে যে নতুন মুখকেও দর্শক গ্রহণ করতে তৈরি, যদি চরিত্রের সঙ্গে অভিনয়ের মান মিলিয়ে দেওয়া যায়। এদিকে গল্পও এবার এগোচ্ছে জোরকদমে। আর্য ও অপর্ণার বিয়ের ট্র্যাক নিয়ে দর্শকদের উত্তেজনা বেড়েছে আর এই বিয়ের পরই নাকি ধারাবাহিকের সবচেয়ে বড় মোড় আসতে চলেছে! আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনীর মৃ’ত্যু নিয়ে যে রহস্য ধারাবাহিকের শুরুর সময় থেকেই ঘুরে বেড়াচ্ছিল, সেটাই এবার সামনে উঠে আসবে। এতদিন ধরে দর্শক ভাবছিলেন কে হবেন রাজনন্দিনী, শেষ পর্যন্ত সেই অপেক্ষাও যেন প্রায় শেষের পথে।

কারণ ভেতরের খবর বলছে, চরিত্রটির জন্য নির্মাতারা অভিনেত্রী ‘পায়েল দে’কে বেছে নিয়েছেন। ছোটপর্দায় পায়েল দে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় মুখ আর তাঁর অভিনয়ের দক্ষতা নিয়েও দর্শকের ভরসা যথেষ্ট। ফলে রাজনন্দিনীর অতীত যখন গল্পে মুখ্য হয়ে উঠবে, তখন এই চরিত্রে নতুন ভারসাম্য আনতে পারবেন তিনি, এমন প্রত্যাশাই এখন টেলিপাড়ার। শিগগিরই নাকি তাঁর এন্ট্রি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে আর সেই সঙ্গে শুরু হবে ধারাবাহিকের এক নতুন অধ্যায়। দর্শকেরাও বহুদিন ধরে যেটা জানতে চাইছিলেন, কে থাকছেন এই চরিত্রে।

আরও পড়ুনঃ দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তমকুমারের সহ-অভিনেতা! প্রয়া’ত বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, মৃ’ত্যুকালে বয়স হয়েছিল কত?

অতীতে বহু নাম উঠে আসলেও, এখনও পর্যন্ত মুখ দেখানো হয়নি। এবার সেই ‘অদেখা চরিত্রের’ রহস্য অবশেষে সামনে আসবে। সব মিলিয়ে ধারাবাহিকটি এখন নতুন উদ্যমে এগোচ্ছে। শিরিনের আগমন গল্পে গতি এনেছে, জিতুর সঙ্গে তাঁর জুটি সাড়া ফেলেছে আর সামনে অপেক্ষা করছে রাজনন্দিনীর অতীত ঘেরা বড় ট্র্যাক। দিতিপ্রিয়ার পর অপর্ণার চরিত্র নতুনভাবে গড়ে ওঠার সঙ্গে সঙ্গে দর্শকরাও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন শিরিনকে। এখন দেখার বিষয়, পায়েল দে-র এন্ট্রি এই গল্পকে কোন নতুন উচ্চতায় নিয়ে যায় আর কতটা পরিবর্তন আসে টিআরপির দৌড়ে।