দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তমকুমারের সহ-অভিনেতা! প্রয়া’ত বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, মৃ’ত্যুকালে বয়স হয়েছিল কত?

দীর্ঘদিন ধরে নানা অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। রবিবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উত্তমকুমারের সহ-অভিনেতা হিসেবে যিনি বহু দর্শকের মন জয় করেছিলেন, তাঁর এই অকাল বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো শিল্পী সমাজে।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সোহন বন্দ্যোপাধ্যায় এবং দিগন্ত বাগচী জানান, কল্যাণবাবু দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। ম্যালেরিয়া, টাইফয়েডসহ বিভিন্ন জটিল রোগ তাঁকে সম্পূর্ণ শয্যাশায়ী করে দিয়েছিল। দীর্ঘ সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতার কারণে অনেক দিন আগেই তিনি অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন।

রাতেই হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। শেষ সময়ে আর্টিস্ট ফোরামের সদস্যরাও চেষ্টা করেছিলেন তাঁর পাশে থাকার, জানিয়েছেন সোহন।

পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় শেখা কল্যাণ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি ছিল তপন সিংহের আপনজন। সেই শুরু থেকে তিনি একের পর এক হিট চলচ্চিত্রে কাজ করেছেন। সাগিনা মাহাতো, ধন্যি মেয়ে সহ প্রায় চার শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তপন সিংহ ও অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রিয় অভিনেতা হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন।

আরও পড়ুন: টলিউডের রূপসজ্জার রাজপুত্র স্যান্ডি আজ স্মৃতিহীন! সফল হতে সাহায্য করেছিলেন, শুভশ্রী থেকে নুসরত সবাইকেই! চরম অসুস্থতার সময় মুখ ফিরিয়েছেন তারাই, ফোন পর্যন্ত ধরে না কেউ! তাঁর পরিণতি চোখে জল আনবে!

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দা এবং ওয়েব সিরিজেও সমান দক্ষতায় কাজ করেছেন তিনি। সুজয় ঘোষের হিন্দি ছবি কহানি এবং সিরিজ তানসেনের তানপুরায় তাঁর অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য। মৃ’ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড জগত। সমসাময়িক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সন্তু মুখোপাধ্যায়, দীপঙ্কর দে—সবার সঙ্গে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন, স্মৃতি তৈরি করে গেছেন।