সহ্যের সীমা পাড় করল বৃন্দা! আহেরিকে বাড়িতে দাঁড়িয়ে অপমান করল সে
Rangamoti Tirandaj Today Episode: জমে গেছে স্টার জলসার ( Star Jalsha ) জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তিরন্দাজ’ ( Rangamoti Tirandaj )। কলকাতায় এসেছে গোটা পরিবার। আর তারপরই বাড়িতে আসে একলব্যের বর্তমান প্রেমিকা আহেরি। সকলের জন্য গিফট নিয়ে এসেছে সে। আহেরি এই মুহূর্তে বিয়ে করতে চায় না শোনার পর থেকে একলব্যের বাবা ও মায়ের উপর নেতিবাচক প্রভাব পড়েছে।
রাঙামতি তিরন্দাজ আজকের পর্ব ১২ই অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 12th October)
ধারাবাহিক এদিনের পর্বে দেখা যায়, দেখা যায় সরাসরি রাগের বহিঃপ্রকাশ না করলেও আহেরি যত্রতত্র আগমন মোটেও ভাল চোখে দেখছে না একলব্যের বাবা। এমনিতে আহেরি বেশ মিষ্টি আর হাসিখুশি। তবে বিয়ে নিয়ে সামান্য ফোবিয়া রয়েছে। তাই বিয়ের কথা শুনে খানিক আড়ষ্ট করে ওঠে সে।
তারপরই হয় পটবদল। রাঙামতির সঙ্গে অদিতি আলাপ জমে উঠেছে। সে শোনে আহেরি তাকে ডাকছে। এদিকে, আহেরি আগমন ভাল লাগছে না নবারুনের। প্রমিতা বুঝিয়েও বুঝিয়ে উঠতে পারে না। কিন্তু পরিবারের মূল্যবোধ থেকে সরে ছেলেকে পারমিশন দেবে না।
তারপর ঘরে আসে বৃন্দা। আহেরির তার হাতে উপহার তুলে দেয়। তবে যৌথ পরিবারে থাকা নিয়ে যা নয় তাই বলতে থাকে। বৃন্দার কথার প্রতিবাদ করে একলব্য। সে জানায়, বাড়ির লোককে জানানো হয়ে গেছে। তবে তারা কীভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে এটা সম্পূর্ণ তাদের ডিসিশন।
আরও পড়ুনঃ প্রকাশ্যে বড় সত্যি! রান্নাঘরে গৌরবের হাতেনাতে ধরা পড়ল ঝিলিক ও আঁখি
রাঙামতির সঙ্গেও দেখা করে আহেরি। তার হাতে উপহার তুলে দেয়। মিষ্টি করে কথা বলে। তাই রাঙামতিরও বেশ পছন্দ হয় আহেরিকে। তবে আহেরির বাড়িতে আসা নিয়ে এক দফা পরোক্ষ ঝামেলা শুরু করে বৃন্দা। আহেরিকে সকলের সামনে অপমান করে।