বৃন্দার পরিকল্পনা ভেস্তে নিজের মান বাঁচাল রাঙামতি! টিচার দিদিমণির সঙ্গে ভুল বোঝাবুঝি মিটল তার
Rangamoti Tirandaj Today Episode: স্টার জলসার ( Star Jalsha ) জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তিরন্দাজ’ ( Rangamoti Tirandaj )। আহেরির আগমন ও বাড়িতে বাবা-মা না থাকার সুবাদে বাড়িতে মচ্ছবের আয়োজন করেছিল বৃন্দা। মদ খেয়ে তুলকালাম কাণ্ড বাঁধে একলব্যের বাড়িতে। সকলে তাল হারিয়ে ফেলে।
রাঙামতি তিরন্দাজ আজকের পর্ব ২২ই অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 22th October)
এসব ঘটনার মধ্যে আহেরির ঘরে আগুন লেগে যায়। রাঙামতি পাশের বাড়িতে জলের ট্যাঙ্কে তীর ধনুক চালিয়ে আগুন নিভিয়ে আহেরিকে প্রাণে বাঁচায়। তবে বৃন্দা নিজের পরিকল্পনায় অনড়। সে রাঙার মদ্যপ রাঙার নাচের ভিডিও দেখিয়ে দেয় টিচার দিদিমণিকে।
রাঙামতি মদ্যপ অবস্থায় দেখে এক মিনিটের জন্য হলেও সংযম হারায় দিদিমণি। সে জানে রাঙা কোনওদিন হারিয়া, মহুয়া ছুঁয়েও দেখেনি। আর সেই রাঙা কিনা মদ খেয়ে পাগলের মতো নাচছে? তবে এই জটিল পরিস্থিতিতে রাঙামতির ঢাল হয়ে দাঁড়ায় একলব্য।
একলব্য বলে যদি রাঙামতি মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে, তাহলে এত সহজেই নিশানায় তাক করল কীভাবে? প্রশ্নের জবাবে রাঙামতি বলে সে আদৌ মদ খায়নি। সে ছাদের কোণে নিয়ে গিয়ে মদ ফেলে দিয়েছিল। শুধুমাত্র সকলকে আনন্দ দিতে ওরকম উদ্যাম নৃত্য শুরু করেছিল।
আরও পড়ুনঃ ওই স্পর্শের পর আমার নিজেকেই নোংরা লাগছিল! তিক্ত অতীতের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ঋতাভরী
জলের মতো পরিষ্কার হয়ে যায় বৃন্দার আসল উদ্দেশ্য। সকলে বুঝতে পারে রাঙামতিকে বিপাকে ফেলতেই এই কাজ করেছে বৃন্দা। তারপর একলব্যের বাবা বলে, বাড়িতে গুরুদেব আসবে। আগামীকাল থেকে যেন সবাই ভদ্রস্থ আচরণ শুরু করে।