সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে ‘রামপ্রসাদ’ (Ramprasad)। ধারাবাহিকটির প্রোমো এসে গেলেও স্লটের অভাবে বহুদিন সম্প্রচারের অপেক্ষা করতে হয়। বহুদিন আগেই প্রোমো প্রকাশ পায়। অপেক্ষায় ছিল শুধু কোনও পুরোনো ধারাবাহিকের বন্ধ হওয়ার। উল্লেখ্য, বর্তমানে যে ধারাবাহিকের টিআরপি যত ভালো, সেই ধারাবাহিক তত বেশি স্থায়ী। টিআরপির অভাবেই তাই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক।
প্রতি মাসেই আসছে নতুন নতুন ধারাবাহিক। আবার অপেক্ষায় বসে রয়েছে কিছু। এরইমধ্যে বহুদিন ধরে অপেক্ষায় ছিল ‘রামপ্রসাদ’। সদ্য শুরু হওয়া ‘রামপ্রসাদ’-এ আসতে চলেছে নতুন মোড়। এই ‘রামপ্রসাদ’ ধারাবাহিকের হাত ধরে ফিরেছেন বহু জনপ্রিয় পুরোনো মুখ। ধারাবাহিকে রয়েছেন অনেক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রী। জীবনসঙ্গিনীর স্মৃতি আঁকড়েই এই মেগার মধ্যে দিয়ে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরেছেন রামপ্রসাদ চরিত্রে অভিনেতা সব্যসাচী চৌধুরী।
সংসার জীবনে আবদ্ধ করার উদ্দেশ্য কালী মায়ের আবির্ভাব
রামপ্রসাদ ও সর্বানীকে বেশ পছন্দ করছেন দর্শক। ধারাবাহিকটি সম্প্রচার হওয়ার সাথে সাথে একের পর এক দুধর্ষ মুহূর্ত সামনে আসছে দর্শকদের কাছে। কালী ভক্তদের কাছে ‘মা’কে দর্শনের এ যেন এক সুবর্ণ সুযোগ। যেরূপ সব্যসাচীর অভিনয়, সেরূপ সুম্মিলি আচার্য এবং অভিনেত্রী পায়েল দের অভিনয়। অল্পদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তাঁরা।
রামপ্রসাদ আর সর্বানীকে সংসার জীবনে আবদ্ধ করার উদ্দেশ্য নিয়েই তাদের বাড়িতে এসেছিলেন এক অন্য রূপ ধরে স্বয়ং কালী মা’। রামপ্রসাদের বাড়ি ছেড়ে যাওয়ার দিন রামপ্রসাদকে সর্বানীর গর্ভধারণের কথা জানান কালী মা। এদিকে রামপ্রসাদের ক্ষতি করার জন্য সকলে উঠেপড়ে লেগেছে। তবে মা কালী সর্বদা তাদের রাখা করে গেছেন। এমনকি আজুর জন্য রামপ্রসাদ গান গাওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিল। তবে কালী মার দৌলতে সুর ফিরে পায় রামপ্রসাদ।
কন্যা সন্তানের জন্ম দিলো সর্বানী
অবশেষে খুশির সেই দিন সামনে এল। মা হলো সর্বানী। স্বয়ং মা কালির কাছেই সর্বানী সন্তান জন্ম দিল। তবে তাদের ক্ষতি করার জন্য অনেকেই উঠেপড়ে লেগেছিল। এমনকি বাড়ির সকলে খবর পেয়েছিল গাছে চাপা পরে দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে সর্বানী ও রামপ্রসাদ। কিন্তু মা কালী তাদের রক্ষা করে, এবং সর্বানী কন্যা সন্তানের জন্ম দিলো।