তাহলে বাবা পাতা মেয়ের আসল বাবা, পচা দিদা ঠিকই বলেছিল! জীবনের চরম সত্যি কি এবার সোনা রূপার মাঝে আনবে দূরত্ব?

বাংলা টেলিভিশনের পর্দায় সব থেকে হিট ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)কিন্তু শুধুমাত্র নায়ক নায়িকার জোরে সাফল্য পেয়েছে এমনটা নয়। এই ধারাবাহিকটির সাফল্যের অন্যতম কারণ সোনা (Sona) এবং রূপা (Rupa) নামক দুটি খুদে চরিত্র। দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা এই দুই চরিত্রের।

যাঁরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নিয়মিত দর্শক তাঁরা জানেন সোনা এবং রূপা দুজনেই সূর্য এবং দীপার মেয়ে। নায়ক নায়িকা দুজনেই বিভিন্ন বার এই সত্যের মুখোমুখি দাঁড়ালেও কখনই খোলসা হয়নি সত্যিটা। সূর্য মনে করে দীপার সঙ্গে কবিরের সম্পর্কের ফল রূপা।

এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন বার প্রতিটা মুহূর্তে সে অপমান, অসম্মান করে চলেছে দীপাকে। মাঝেমধ্যে প্রতিবাদ করলেও বেশিরভাগ সময় সেই অপমান মুখ বুঝে নীরবে সহ্য করে চলেছেন দীপা। আর এই দেখে ধৈর্যের বাঁধ বারবার ভেঙেছে দর্শকদের।

যদিও সোনা-রূপার জন্ম পরিচয়ের আসল সত্যিটা জানেন দীপার শাশুড়ি তথা সূর্য সেনগুপ্তর মা লাবণ্য সেনগুপ্ত। ‌ যদিও বিশেষ কারণবশত তিনি সত্যিটা কিছুতেই সামনে আনতে চাইছেন না। তিনি চেয়ে নিয়েছেন কিছুটা সময়। আর এই মাঝের সময়টাতেই সোনা, রূপা, সূর্য, দীপা চারজনের জীবন সম্পূর্ণরূপে এক গোলকধাঁধায় পড়ে গেছে।

আর এর‌ইমধ্যে হঠাৎ করেই এক অদ্ভুত সত্যির মুখোমুখি পড়ে গেছে সোনা। সে বিশ্বাস করে সূর্য তাঁর বাবা নয়। তখন রূপা গিয়ে তাকে বলে তার যেরকম বাবা হারিয়ে গেছে তেমন‌ই সোনার মা হারিয়ে গেছে। আর সেই সময় সোনা ভাবে যারা নিখোঁজ হয় অনেকসময় তাদের খোঁজ পাওয়া যায় খবরের কাগজে। এই ভেবেই সে ছুটে চলে যায় স্টোর রুমে। ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। আর সে একের পর এক ঘাঁটতে থাকে বিভিন্ন কাগজ। আর সেই রকম একটি কাগজে দীপা ও সূর্যের বিয়ের খবরের ছবি দেখতে পেয়ে সে মনে পাকা মেয়েই বাবার আসল মেয়ে। তার কেউ নেই। এবার কী হতে চলেছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায়?

You cannot copy content of this page