“ও আমাকে ভদ্রলোক বানিয়েছে, হাত খরচের টাকা জুগিয়েছে!” স্ত্রীর মৃত্যুর পর একাকীত্ব গ্রাস করেছে অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে

টলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)। একাধিক চলচ্চিত্র এবং ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শক মন জয় করে নিয়েছে। বর্তমানে হৈ হুল্লোড় আর ভালো লাগেনা অভিনেতার। বছর দেড়েক আগে স্ত্রী চলে গিয়েছেন। তারপর থেকে ফ্ল্যাটে একাই দিন যাপন তাঁর। কর্মব্যস্ততা এবং ব্যক্তিগত জীবনের একাকীত্ব নিয়েই দিন কাটাচ্ছেন অভিনেতা।

অভিনেতা বললেন, তিনি যখন বিয়ে করেছেন তখন বিশেষ সামর্থ্য ছিল না। আট আনার ছাতু খেয়ে দিন কাটিয়েছেন। রবীন্দ্র ভারতীতে পড়ার সময় একাধারে অভিনয় এবং পড়াশোনা চালিয়ে যান তিনি। রবীন্দ্রভারতীতে স্ত্রী সোনালীর সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। সেই সময় ‌অভিনেতার স্ত্রী প্রচুর নাচের টিউশনি করতেন। উপার্জিত সমস্ত অর্থ অভিনেতার হাতে তুলে দিতেন তিনি।‌

Anniversary

“সোনালী আমাকে ভদ্রলোক বানিয়েছে…”

শঙ্কর ও সোনালীর বিবাহিত জীবন ছিল একে অপরের সঙ্গে কাটানো ও জড়ানো একটা বিস্তৃত অধ্যায়। ৫৯ বছর বয়সে প্রয়াত হন অভিনেতার স্ত্রী। একাধিক হিট ছবিতে কাজ করেছেন তিনি। ছোট পর্দা ও বড় পর্দা মিলিয়ে প্রচুর ভালো কাজ উপহার দিয়েছেন। ২০০২ সাল নাগাদ ‘হার জিৎ’, ও ২০০৮ সালে ‘বন্ধন’-এর মতো হিট ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

একে অপরকে ভালবাসলেও পরিবারের তরফে এই সম্পর্ক মেনে নেয়নি। বাড়ির অমতে গিয়ে, শঙ্করকে বিয়ে করেছিলেন সোনালী। দীর্ঘ বছর সুখী ঘরকন্না ছিল তাঁদের। অভিনেতা আজও গর্ব করে বলেন, তাঁর স্ত্রী তাকে ভদ্রলোক বানিয়েছে। ভালো জামা কাপড় পড়তে শেখানো থেকে, ভালো সাজ পোশাক নিজের হাতে শঙ্করকে সাজিয়ে দিতেন সোনালি‌।

আরও পড়ুন: শম্পার ছদ্মবেশে দুনির কাছাকাছি রানী,বেঁচে রয়েছে মা, দুর্জয়কে জানিয়ে দিল দুনি, মা-মেয়ের আবেগ দেখবে দর্শকরা

আজও স্ত্রীর স্মৃতি আকড়ে বেঁচে আছেন শঙ্কর! বিবাহ বার্ষিকীর দিন সমাজমাধ্যমে স্ত্রীকে নিয়ে আবেগঘন কথা লেখেন শঙ্কর। প্রিয় মানুষটি চলে যাওয়ার পর থেকে নিঃসঙ্গতা ও একাকিত্বে দিন কাটিয়ে চলেছেন তিনি। বিশেষ করে শুটিং থেকে ফেরার পর একাকীত্ব গ্রাস করে তাঁকে। ফাঁকা বাড়িতে ফিরে নিঃসঙ্গতা আষ্টেপিষ্ঠে ধরে। আজও স্ত্রীর স্মৃতি আঁকড়ে তিনি। স্ত্রীর সঙ্গে ফের দেখা হবে। বিশ্বাস করেন অভিনেতা শঙ্কর।

Anniversary

You cannot copy content of this page