Sonamoni Saha : দীর্ঘ প্রতীক্ষার অবসান, পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় নায়িকা 

একের পর এক নতুন সিরিয়াল আসছে টেলিভিশনের পর্দায়। সদ্য জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে নতুন দুই ধারাবাহিক। স্টার জলসাতেও (Star Jalsa) নতুন সিরিয়ালের প্রোমো প্রকাশ পেয়েছে। কানাঘুষো খবর, নতুন বছরের শুরুতে আরও বেশ কিছু ধারাবাহিক শুরু হতে চলেছে জলসার পর্দায়। দর্শকদের আবদার রাখতে নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)।

স্টার জলসার নতুন সিরিয়ালের হাত ধরে ফের পর্দায় ফিরতে চলেছেন টেলি অভিনেত্রী সোনামণি সাহা। ‘দেবী চৌধুরানী’, ‘মোহর’, ‘এক্কা দোক্কা’র পর ফের নতুন সিরিয়ালে অভিনয় করতে চলেছেন তিনি। এই সিরিয়ালের নাম ‘কাছের মানুষ’। নতুন এই ধারাবাহিকে সোনামণির বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা বিশ্বজিত ঘোষকে।

দিন কয়েক আগেই জি বাংলার ‘খেলনাবাড়ি’ ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হয়েছে। এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় ছিলেন বিশ্বজিত।তাঁর বিপরীতে নায়িকা মিতুলের ভূমিকায় দেখা যায় অভিনেত্রী আরাত্রিকাকে। যিনি জি বাংলার নতুন সিরিয়াল ‘মিঠিঝোরা’ নিয়ে বর্তমানে ব্যস্ত। অন্যদিকে, পরবর্তী সিরিয়ালের প্রস্তুতি নিচ্ছেন আরাত্রিকার নায়ক বিশ্বজিতও।

জি বাংলার পর স্টার জলসার ‘কাছের মানুষ’ সিরিয়ালে অভিনয় করবেন বিশ্বজিত। এর আগে স্টার জলসার ‘কে আপন কে পর’-এ অভিনয় করেছিলেন অভিনেতা। ‘খেলনাবাড়ির’ পর নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি বিশ্বজিত। অপেক্ষা করছেন সিরিয়ালের প্রোমো রিলিজ মোমেন্টের।

সোনামণি ও বিশ্বজিত ছাড়াও নতুন এই সিরিয়ালে ভিলেনের চরিত্রে দেখা যাবে টলিপাড়ার পরিচিত মুখ অনন্যা বিশ্বাসকে। জানা যাচ্ছে, লীনা গাঙ্গুলীর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা করবে সিরিয়ালটির। নতুন বছরের শুরুতেই পর্দায় প্রকাশ পেতে চলেছে নতুন গল্প ‘কাছের মানুষ’।

You cannot copy content of this page