সম্প্রতি ম্যালেরিয়া, ভাইরাল জ্বর আর শ্বাসকষ্ট মিলিয়ে কঠিন অসুস্থতার মধ্যে দিয়ে গিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। এখন অনেকটাই সুস্থ হলেও লিভার সমস্যায় তিনি এখনও ভুগছেন। এই অবস্থাতেই টেলিপাড়ায় হঠাৎ জোর গুঞ্জন—তাহলে কি ‘চিরদিনই তুমি যে আমার’-এর নয়া নায়িকা তিনি? ভক্তদের মনে প্রশ্নের পাহাড়।
বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। হাসতে হাসতেই বলেন, শুধু ওই সিরিয়াল নয়, একই সময়ে অন্য চ্যানেলের একটি নতুন ধারাবাহিকেও তাকে দেখা যেতে পারে। জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় নতুন মেগা আনছেন, সেখানে নায়িকার ভূমিকায় থাকবেন তিনিই। দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে থাকায় হয়তো এমন জল্পনা—একথাও স্বীকার করেন সৌমিতৃষা। তবে দিতিপ্রিয়ার জায়গায় তাঁকে দেখা যাবে না, এটা স্পষ্ট জানিয়ে দেন তিনি।
এই বছর বারংবার শারীরিক সমস্যা পোহাতে হয়েছে তাকে। কখনও কোমরের ব্যথা, কখনও মেরুদণ্ডের চোট, আবার কখনও কিডনির গোলযোগ—প্রায় সারা বছরই অসুখে ভুগেছেন। এর মধ্যেই ‘কালরাত্রি ২’-এর শুটিং চলাকালীন মশার কামড়ে ম্যালেরিয়া আক্রান্ত হন। গরমে ঘেমে গিয়ে সর্দি জমে শ্বাসকষ্টও বাড়ে। তবুও তিনি শুটিং থামাননি, ডাবিংও করেছেন সেই অবস্থায়।
অভিনেত্রী জানান, সিরিজটির পরিচালক অয়ন চক্রবর্তীও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি দ্রুত চিকিৎসা শুরু করায় ততটা কাবু হননি। আর সৌমিতৃষা তখন শুটিং আর শারীরিক সমস্যার চাপে আরও দুর্বল হয়ে পড়েন।
আরও পড়ুনঃ ‘জীবনে বড় কিছু অর্জনের আকাঙ্ক্ষা ছিল মনে তখন…’ অভিনেত্রীর অদেখা ছবি ভাইরাল, অন্যরকম রূপে চমকে দিলেন তিনি! চেনেন এই অভিনেত্রীকে?
এত বাধার পরও আগামী বছরে বড় করে ফেরার অপেক্ষায় আছেন তিনি। বলছেন, বছর শেষ হতে বেশি সময় নেই, তাই এখনই নতুন কিছু শুরু করতে চান না। নতুন বছরে সুস্থ শরীরে, নতুন উদ্যমে কাজে ফিরতে চান—এমনটাই আশা অভিনেত্রীর।






