না বলা ভালোবাসার গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘চিরসখা’! দ্বিতীয় শ্রীময়ী হতে চলেছে! মত দর্শকদের

স্টার জলসা চ্যানেলে নতুন ধারাবাহিক ‘চিরসখা’ শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে। অন্য ধাঁচের গল্প নিয়ে আসছে ষ্টার জলসার নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকটি পরিচালনা করছেন লীনা গঙ্গোপাধ্যায়, এবং এতে অসমবয়সী প্রেমের গল্প তুলে ধরা হবে। প্রধান চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়।

এছাড়াও ধারাবাহিকে দেখা মিলবে ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, লাভলি মৈত্র, রেশমি সেন, চন্দন সেন, ঐশী ভট্টাচার্য, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হাজারি, মালবিকা সেন, রাজা গোস্বামীর মতো তারকাদের। সম্প্রতি সামনে এলো ধারাবাহিকের নতুন প্রোমো।

প্রোমোর প্রথম ঝলকেই বাজিমাত করেছে অপরাজিতা সুদীপের যুগল। প্রোমো অনুযায়ী কিছুদিন আগেই অপরাজিতা তার স্বামীকে হারিয়েছেন, আর সেই থেকে সুদীপ বারির একজন হয়ে উঠেছে। সম্পর্কে অপরাজিতার মৃত স্বামীর বন্ধু তিনি আর বাড়ির ছোটদের কাছে ‘কাকা’। কিন্তু প্রশ্ন একটাই যে তাঁর সঙ্গে কী সম্পর্ক অপরাজিতার?

Aporajita Ghosh Das

‘চিরসখা’ ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। এই ধারাবাহিকটি ২০২৫ সালের জানুয়ারি মাসে ষ্টার জলসা চ্যানেলে সম্প্রচার শুরু হবে। প্রোমোয় অভিনেত্রীকে বলতে শোনা যায়, “রক্তের সম্পর্ক না থাকলে আপনজন হওয়া যায় না, তা একেবারেই ভুল কথা। স্বামীকে হারানোর পর কোনও আপনজন পাশে দাঁড়ায়নি, কিন্তু ও দাঁড়িয়েছিল। তাই সবচেয়ে আপন বোধহয় সেই।”

আরও পড়ুনঃ দোষী সাব্যস্ত হল সঞ্জয়! আদৌ কী সঠিক সুবিচার পেল অভয়া? প্রশ্ন উষসী, শ্রুতি ও দেবদূতের!

ধারাবাহিকের প্রথম প্রোমোয় একথা স্পষ্ট হয়েছে যে এক না বলা ভালবাসার গল্প বলতে আসছে এই ধারাবাহিক। কিন্তু টিআরপি তালিকায় এবং দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারবে ‘চিরসখা’, এখন সেটাই দেখার।