টিআরপি ক’ম থাকার মাশুল! এক বছরের আগেই শে’ষ হচ্ছে স্টার জলসার খুব জনপ্রিয় ধারাবাহিক! মন খা’রাপ দর্শকদের

টেলিভিশন পর্দায় প্রতিযোগিতা এখন শেষ কথা। প্রত্যেকটি মেগা সিরিয়ালের মধ্যে হাড্ডাহাড্ডি ল’ড়াই চলছে। এমনকি চ্যানেলগুলিও ল’ড়াইয়ের ময়দান ছেড়ে এক চুল নড়েনি। বাংলা সিরিয়ালের মেয়াদ এখন নির্ভর করে টিআরপির (TRP) ওপর। তবে টিআরপি কম থাকলেই বিদায় নিচ্ছে মেগা সিরিয়ালগুলি। এরই মধ্যে শোনা যাচ্ছে যে, স্টার জলসার (Star Jalsha) এক জনপ্রিয় সিরিয়াল শে’ষ হতে চলেছে।

শে’ষ হচ্ছে জলসার সিরিয়াল ‘চিনি’!

মাত্র কয়েক মাসের ব্যবধানে টেলিভিশন পর্দা থেকে বিদায় নিয়েছে এমন ধারাবাহিকের সংখ্যা নিতান্তই কম নয়। এখন তো আকছার এই ঘটনা দেখা যাচ্ছে। একের পর এক মেগা সিরিয়াল শুধু জনপ্রিয়তার শক্ত মাটিতে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া বাংলা ধারাবাহিকের স্লট বদল হওয়া, আর দীর্ঘ দিন ধরে টিআরপি না থাকলে সেই ধারাবাহিক অবিলম্বে শেষ করছে চ্যানেল।

স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘চিনি’। তবে প্রথম থেকেই নজরকাড়া টিআরপি অর্জন করতে পারেনি এই ধারাবাহিক। প্রধানত রাতের দিকে জলসার পর্দায় দেখানো হত মেগা সিরিয়ালটি। কিন্তু ভালো টিআরপি না থাকার কারণে অন্যান্য সিরিয়ালগুলির সঙ্গে দৌড়ে কার্যত পিছিয়ে পড়ার কারণে, শেষ হচ্ছে এই ধারাবাহিক।

ইতিমধ্যে স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক আসার খবর আগেই পাওয়া গিয়েছিল। জি বাংলা নতুন দুটি ধারাবাহিকের খবর প্রকাশ্যে এনেছে। আর এবার জলসার পর্দা থেকে বিদায় নিতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিনি’। ‌তার বদলে নতুন কোন ধারাবাহিক আসতে চলেছে সেই খবর এখনো পাকা হয়নি। ‌

আরও পড়ুন: দিনের পর দিন কঠোর পরিশ্রম! অভিনেতা হতে জান প্রাণ লড়িয়ে দেন, রবি সাউয়ের জার্নি চোখে জল এনে দেবে

তবে চিনি ধারাবাহিকটি শেষ হওয়ার কারণে খুব সম্ভবত রোশনাই এবং রাঙামতি তীরন্দাজ নামক ধারাবাহিক দুটির স্লট বদল হবে বলে খবর। তবে চিনি শেষ হয়ে যাওয়ার খবর শুনে মন খারাপ দর্শকদের। স্টার জলসার তরফে আবার নতুন করে কোন ধারাবাহিক আনা হয় নাকি শুধুমাত্র তারই অপেক্ষার সকলের।