স্টার জলসার ( Star Jalsha ) নতুন ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ ( Grihopronesh )-এর গল্প দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে শুভলক্ষীর বিদেশে আসার গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে আদৃত, শুভ এবং জিনিয়ার সম্পর্কের টানাপোড়েন। গতকালের পর্বে দেখানো হয়েছিল, শুভর কথায় আদৃত জিনিয়ার কাছে ক্ষমা চাইতে যায়। কিন্তু জিনিয়া আদৃতের ক্ষমা চাওয়ার কারণ জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, শুভ জিনিয়াদের বাড়িতে গেলে জিনিয়ার বন্ধুরা তাকে অপমান করে, এমনকি জিনিয়াও তাকে অপদস্থ করতে থাকে। শুভ মেহেন্দি পরানোর পর জিনিয়া টাকা দিয়ে তাকে অপমান করে। শুভ ঠিক করে, এই অপমান সে ফেরত দেবেই।
গৃহপ্রবেশ আজকের পর্ব ১২ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 12 December)
আজকের পর্ব শুরু হয় আদৃতের বিয়ে নিয়ে মানসিক টানাপোড়েন দিয়ে। সে বুঝতে পারে না জিনিয়ার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ঠিক হচ্ছে কিনা। শুভ তাকে আশ্বস্ত করে, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। হঠাৎ বরফ পড়তে শুরু করে, আর দু’জনে মিলে সেই বরফে মজা করতে থাকে। অন্যদিকে, সেমন্তী মাঝরাতে চা বানানোর জন্য শুভকে ডাকতে গিয়ে তাকে বাড়িতে খুঁজে না পেয়ে বাইরে বেরিয়ে দেখে আদৃত-শুভ একসঙ্গে বরফের মধ্যে সময় কাটাচ্ছে। রাগে ফেটে পড়ে সেমন্তী এবং আদৃতকে বকাঝকা করে। এরপর সেমন্তী মনে মনে সিদ্ধান্ত নেয়, জিনিয়ার সঙ্গে আদৃতের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হবে।
পরবর্তী দৃশ্যে আদৃত ও জিনিয়ার এনগেজমেন্টের আয়োজন করা হয়। উপস্থিত সবাই মজা করলেও শুভকে না দেখে খোঁজ শুরু করে আদৃত। আদৃতের ভাই শুভকে ডেকে আনে। শুভ প্রথমে যেতে না চাইলেও পরে নিজের সিদ্ধান্ত বদলে উপস্থিত হয়। তবে সে স্থির করে, জিনিয়ার অপমানের জবাব দেবে। এনগেজমেন্টে শুভ জিনিয়াকে একটি খাম উপহার দেয়। খাম খুলে জিনিয়া দেখে, শুভকে মেহেন্দি পরানোর জন্য যে টাকা দিয়েছিল, সেটাই শুভ ফেরত দিয়েছে। এতে অপমানিত হয়ে জিনিয়া চিৎকার করে ওঠে।
জিনিয়ার চিৎকারে উপস্থিত সবাই চমকে যায়। সে রাগের মাথায় বলে ফেলে, মেহেন্দি পরানোর জন্য শুভকে যে টাকা দিয়েছিল, সেটা সে ফিরিয়ে দিয়েছে। এই কথা শুনে আদৃত হতবাক হয়ে যায়। অন্যদিকে, সেমন্তী এবং জিনিয়ার মা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, জিনিয়া আবার বড় ভুল করে ফেলেছে। এমনকি জিনিয়া নিজেও তার ভুলটা বুঝতে পারে এবং নিজেকে অপরাধী মনে করতে থাকে।
আরও টিআরপিতে সমানে সমানে টক্কর জি বাংলা-জলসার! কামাল করল কথা, গীতা, রাঙা! দারুণ শুরু গৃহ প্রবেশের
এদিকে, আদৃতের প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। দর্শক এখন অপেক্ষায় রয়েছে, আদৃত শুভ এবং জিনিয়ার এই জটিল সম্পর্কের সমাধান কীভাবে করবে। পরবর্তী পর্বে আদৃত কি জিনিয়াকে ক্ষমা করবে নাকি শুভর পক্ষ নেবে, সেটাই দেখার বিষয়।