ফের দুঃসংবাদ! শেষ হচ্ছে স্টার জলসার খুব জনপ্রিয় মেগা, শেষ দিনের শুটিং সেরে জানিয়ে দিল চ্যানেল

টেলিভিশন (Television) পর্দায় নিত্য নতুন ধারাবাহিকের আসা-যাওয়া লেগেই রয়েছে। জি বাংলা, স্টার জলসা, কালার্স, বাংলা কিংবা সান বাংলা সর্বত্র একই ছবি। টিআরপি কম থাকলেই টেলিভিশন পর্দা থেকে বিদায় নিতে হচ্ছে ধারাবাহিকগুলিকে। আর এভাবেই একের পর এক সিরিয়ালের কাহিনী কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এবার সেই তালিকায় নাম তুলল জলসার অপর একটি জনপ্রিয় মেগা।

শেষ হচ্ছে জলসার জনপ্রিয় ধারাবাহিক!

ইতিমধ্যেই জি বাংলার পর্দায় নতুন মেগা সিরিয়াল ‘মিত্তির বাড়ির’ প্রথম পর্ব দেখে নিয়েছেন দর্শক। এই ধারাবাহিকের সঙ্গে অনেকেই তুলনা টানছেন হিট ধারাবাহিক ‘মিঠাই’য়ের। যদিও অনেকের মত দুই ধারাবাহিকের মধ্যে বিস্তর ফারাক। জি বাংলার এই নতুন সিরিয়াল নিয়ে ইতিমধ্যেই নানান বক্তব্য উঠে আসছে। এরই মাঝে স্টার জলসা নিল এক গুরুতর সিদ্ধান্ত।

স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘গৃহ প্রবেশ’। ইতিমধ্যে এই ধারাবাহিকের প্রোমো দেখে নিয়েছেন দর্শক। ধারাবাহিকের মাধ্যমে কাম ব্যাক করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী উষসী রায়। বিদেশের মাটিতে প্রেমের গল্প শোনাবে স্টার জলসার নতুন মেগা। তবে ‘গৃহপ্রবেশের’ ধাক্কায় শেষ হতে চলেছে জলসার ওপর একটি সিরিয়াল।

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হওয়া সিরিয়াল ছিল ‘চিনি’।প্রাথমিকভাবে এই ধারাবাহিকে লিড চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্য কে। পুনর্জন্মের গল্প নিয়ে তৈরি হওয়া সিরিয়ালে নায়কের চরিত্রে দেখা যায় সোমরাজ মাইতিকে। তবে পরবর্তীতে নায়িকা বদল করে স্টার জলসা। ইন্দ্রাণীর পরিবর্তে চিনির নায়িকা হয়ে আসেন বিজয়লক্ষ্মী চ্যাটার্জি। বর্তমানে এই ধারাবাহিক শেষের মুখে।

আরও পড়ুন: শুভলক্ষ্মীর আগমনে লালবাতি দেখতে চলেছে জলসার জনপ্রিয় সিরিয়াল? স্লটহারা হল কে?

গৃহপ্রবেশের কারণে শেষ হতে হচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘চিনি’-কে। ধারাবাহিক শেষ হওয়ার কথা আগেই স্বীকার করেছিলেন নায়িকা। এবার শেষ দিনের শুটিং হয়ে গেল এই ধারাবাহিকের। শেষ দিনে হাসি, আনন্দে শুটিং সারলেন সকল অভিনেতা ও অভিনেত্রীরা। কিন্তু কেন হঠাৎ করে শেষ হলো এই মেগা? এর জন্য দায়ী করা হচ্ছে টিআরপিকে। প্রধানত কম জনপ্রিয়তা এবং কম টিআরপি থাকার কারণে শেষ হচ্ছে জলসার চিনি।

You cannot copy content of this page