টলিপাড়ার হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় সব প্রতি’দ্বন্দ্বীদের হা’রিয়ে এগিয়ে জলসা! দর্শকদের ভালবাসায় জিতল চ্যানেল

টেলিভিশন (Television) পর্দায় হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার সঙ্গে পাল্লা দেওয়াই মুশকিল। তবে মুশকিল আসান হয়ে যায় যদি দর্শকদের ভালোবাসা পাশে থাকে। আর তাই তো দাঁতে দাঁত চেপে ল’ড়ে একধাপে এগিয়ে গেল স্টার জলসা (Star Jalsha)। খুশি ভাগ করলো চ্যানেল।

দর্শকদের ভালবাসায় এগিয়ে জলসা!

টেলিভিশন পর্দায় জি বাংলা ও স্টার জলসার মধ্যে দ্বৈরথ নতুন নয়, দুই চ্যানেলের ধারাবাহিক গুলির মধ্যে সমানেই চলে টক্কর। তবে জি বাংলা বহুবার জলসা কে বাজিমাত করলেও গত কয়েক সপ্তাহ ধরে জলসার খেলা চলছে টিআরপি তালিকায়। এক থেকে পাঁচে শুধু নয়, বেঙ্গল টপারের মুকুট পরে গর্বিত জলসার ধারাবাহিক।

এর আগে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি বহুবার বেঙ্গল টপার হয়েছে। তবে এবার কথা, গীতা এলএলবি, শুভ বিবাহ ও উড়ানের কামাল অস্বীকার করার নয়। দুর্দান্ত ফল করে টিআরপি তালিকায় জায়গা ছিনিয়ে নিয়েছে জলসার একাধিক মেগা।

তবে এখন যেন সীমা ছাড়িয়ে গিয়েছে। সূর্য-দীপার মধ্যে দূরত্ব, সূর্য-দীপার আলাদা বিয়ে হয় আবার মিলে যাওয়া ফের আবার দূরত্ব এমনকি সোনা ও রুপার বড় হয়ে ওঠা আলাদাভাবে ধারাবাহিকের গল্পে আমূল বদল এনেছে। কিন্তু দর্শকদের কথায়, এখন অনুরাগের ছোঁয়ায় এমন প্লট দেখানো হচ্ছে যা বাস্তবে সম্ভব নয়। আর অবাস্তব হয়ে যাওয়ার কারণেই ‘অনুরাগের ছোঁয়া’-র থেকে আগ্রহ হারাচ্ছেন দর্শক। অন্যদিকে, টেলিদর্শকদের আগ্রহ বাড়ছে জলসা পর্দার অন্যান্য ধারাবাহিকের প্রতি।

আরও পড়ুনঃ টলিপাড়ায় চিন্তার খবর! বন্ধ হচ্ছে তিনটি ধারাবাহিকের শুটিং! মাথায় হাত দর্শকের

সম্প্রতি স্টার জলসার তরফে একটি নয়া পোস্টার রিলিজ করা হয়। যেখানে লেখা রয়েছে ‘বাংলার ভালোবাসায় গর্বিত জলসা’। পোস্টারে দেখা যাচ্ছে ‘উড়ানের’ পূজারিণী, ‘শুভ বিবাহের’ সুধা, ‘কথার’ কথা আর ‘গীতা এলএলবির’ গীতাকে। ‌জলসার পুরনো গর্ব ‘অনুরাগের ছোঁয়া’ নেই। তাহলে কি আভাসে ইঙ্গিতে জলসা এটাই বোঝাচ্ছে যে দর্শক আগ্রহ হারাচ্ছেন ‘অনুরাগের ছোঁয়ার’ প্রতি? আর ধারাবাহিক শেষের দিকেই ভোট বেশি অধিকাংশ টেলিদর্শকের।

You cannot copy content of this page