“পরিণত বয়সে ভালোবাসা শরীরের ঊর্ধ্বে হয়, আজীবনের জন্য শুধু পরস্পরের পাশে থাকার প্রতিশ্রুতি!” অসফল দাম্পত্যকে ঝেড়ে ফেলে, পরিণত বয়সে দ্বিতীয় সুযোগ নিয়ে অকপট সুদীপ মুখোপাধ্যায়! মধ্যবয়সে নতুন সংসার নিয়ে সমাজকে কী বার্তা দিলেন অভিনেতা?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ (Chiroshokha) নিয়ে এখন দর্শকের মধ্যে নানা আলোচনা চলছে। বহুদিনের বন্ধুত্বের পর স্বতন্ত্র এবং কমলিনীর বিয়ের সিদ্ধান্তে কেউ খুশি, কেউ আবার প্রশ্ন তুলছেন এর প্রয়োজনীয়তা নিয়ে। ধারাবাহিকটিতে কমলিনী এতদিন যেভাবে সংসারকে আগলে রেখেছেন, তা দেখে অনেকেরই তাঁর চরিত্রের প্রতি আলাদা অনুভূতি তৈরি হয়েছিল। ফলে তাঁর এই নতুন পথ চলা দর্শকের মনে নানা প্রতিক্রিয়া তৈরি করাই স্বাভাবিক।

কমলিনীর তিন সন্তানই প্রায় বড়, একজন আবার সংসারও শুরু করেছে। তাই মাঝবয়সে এসে তিনি নতুন করে ব্যস্ত হয়ে পড়া জীবনের সঙ্গে নিজের সুখটুকু ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়াই কিছু দর্শকের কাছে অপ্রত্যাশিত লাগছে। বুবলাইয়ের তীব্র মানসিক প্রতিক্রিয়া দেখিয়ে ধারাবাহিকও এই দ্বিধা-বিভক্তির জায়গাটাকেই তুলে ধরেছে। পরিবারের অশান্তি এখানে কেবল গল্প নয়, বরং সমাজের বাস্তব আতঙ্ক আর দ্বিধার প্রতিফলন বলেই অনেকে মনে করছেন।

এই প্রসঙ্গে অভিনেত্রী অপরাজিতা যদিও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই বিয়েটাকে তিনি প্রেমের পরিণতি হিসেবে নয়, দু’জন মানুষের একে অপরকে মর্যাদা দেওয়ার সম্পর্ক হিসেবে দেখেন। তাঁর মতে, দীর্ঘদিনের একাকিত্বের পর যে কোনও মানুষেরই পাশে একজন বন্ধুর প্রয়োজন হয়, সে সম্পর্ক যেখান থেকেই আসুক। তাই কমলিনীর সিদ্ধান্তকে তিনি মানবিক প্রয়োজন হিসেবেই দেখছেন, সামাজিক চাপ হিসেবে নয়!

বর্তমানে আলোচনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে অভিনেতা সুদীপের বক্তব্য। তিনিও সম্প্রতি এই বিষয়ে মুখ খুলে স্পষ্টভাবে বলেন, “এমন হাজার হাজার উদাহরণ আছে সমাজে, যেখানে বার্ধককে গিয়ে দু’জন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অল্প বয়সের ভালোবাসা এক রকম আর পরিণত বয়সে এসে ভালোবাসাটা অনেক গভীর হয়। পরিণত বয়সের ভালোবাসাটা শরীরের ঊর্ধ্বে গিয়ে হয়, সেখানে মনটাই আসল। সেই সম্পর্কে আজীবনের জন্য শুধু পরস্পরের পাশে থাকার প্রতিশ্রুতি থাকে।”

আরও পড়ুনঃ ‘হাতকাটা বা হাটুর উপরে পোশাক পরব না…শরীর দেখিয়ে কাজ করব না!’ বলেছিলেন শ্বেতা! ‘কী এখন শরীর বিক্রি হচ্ছে না?’ ‘বসতেও জানেন না, অ’ন্তর্বা’স স্পষ্ট…সব সীমা ছাড়িয়ে গেছেন!’– শ্বেতার পোশাক নিয়ে তীব্র কটা’ক্ষ নেটিজেনদের ! অতীতের মন্তব্যের বিপরীতে নতুন ছবি ভাইরাল হওয়ায় নয়া বিতর্কে অভিনেত্রী?

তাঁর এই কথাগুলোই যেন পুরো বিতর্কের ভেতর এক বাস্তববোধের আলো এনে দিয়েছে। সব মিলিয়ে, ‘চিরসখা’ শুধু একটি নিত্যদিনের পারিবারিক গল্প নয়। বরং সেটা মধ্যবয়সে ব্যক্তিগত সুখ, বন্ধুত্বের মূল্য আর সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবাচ্ছে দর্শকদের। একদিকে পরিবারের ভেতরের টানাপোড়েন, অন্যদিকে দুই পরিণত মানুষের একে অপরকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্বই, গল্পটিকে আরও বাস্তব করে তুলেছে। আর স্বতন্ত্র-কমলিনীর সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গিও যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে দর্শকের।

\