স্বামীর সঙ্গে বিচ্ছেদের সবে দু মাস, এখনই পাত্র খুঁজছেন কৃষ্ণকলি তিয়াসা!

২৮ তারিখ আইনি পথে আলাদা হয়েছেন তিয়াসা লেপচা এবং স্বামী সুবান রায়। ভেঙে গেলো সাড়ে ৩ বছরের দাম্পত্য। দুইমাস হয়ে গেলো বিচ্ছেদের।

এর মধ্যেই শেষ হয়েছে কৃষ্ণকলি ধারাবাহিক। এই সিরিয়ালের মধ্যে দিয়েই বাঙালি দর্শকদের কাছে উঠে আসেন তিয়াসা। আবার সঞ্চালক হিসেবেও দেখা গিয়েছে তাঁকে।

কাজের বাইরে যতবার এই দুই নাম উচ্চারিত হয়েছে ততবার নানা প্রশ্ন উঠেছে। তাহলে কি এলো কোনও তৃতীয় মানুষ? তাই পাল্টে গেলো সম্পর্ক? উত্তর পাওয়া যায়নি। বিচ্ছেদের পর এখন কেমন আছেন তিয়াসা? একা আছেন? নাকি মনের মানুষের খোঁজ পেলেন আবার?

এই বিষয়ে নায়িকা জানান যে চির সিঙ্গেল হয়ে থাকবেন তিনি। প্রেম করছেন না এখন। নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত। আবার তোজোর দায়িত্ব আছে তাঁর উপর। কিন্তু একা বাঁচা কি সম্ভব?

অবশ্যই না, দরকার হলে বড় বিজ্ঞাপন দেবেন যে বয়ফ্রেন্ড চাই, জানালেন নায়িকা। কেমন মনের মানুষ চাই তাঁর? উত্তরে বললেন লম্বা হতে হবে, ভালো বডি হতে হবে। ভালো মনের মানুষ হতে হবে। তাঁকে হাসাবে এমন মানুষ দরকার।

You cannot copy content of this page