জন্মের ৭দিন পরেই গোল্লার ভিডিও শেয়ার করলেন মানসী! কিউট ভিডিও দেখে খুশি নেটপাড়া

ছেলের বয়স মাত্র ৭ দিন, আর এরই মধ্যে ক্যামেরায় ধরা দিল মানসী পুত্র। টেলিভিশন জগতের অতি জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manashi Sengupta) সবে কিছুদিন হল দ্বিতীয়বার সন্তান জন্ম দিলেন।

অভিনেত্রীর প্রেগনেন্সির সময় থেকে ডেলিভারির সময়ে নানান খুঁটিনাটি বিষয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছে নেটিজেনরা। অন্তঃসত্ত্ব থাকা সত্ত্বেও অভিনেত্রী রোজনামচার জীবনে নানা ভিডিও বানিয়ে দর্শকদের মনোরঞ্জন করছিলেন।

Neem Phooler Madhu

এমনকি মানসীর ডেলিভারির পরেও তাঁর এক ভিডিওর মাধ্যমেই জানা গেছে নবজাতকের নাম। তুহু তাঁর ভাইয়ের ভালোবেসে নাম রেখেছে তুতু। আর মানসী ভালোবেসে ডাকে ‘গোল্লা’। অভিনেত্রী ভিডিওর মাধ্যমে নানা কিছু শেয়ার করলেও তাঁর ছেলের এক ঝলক আনলেন এক সপ্তাহ বাদে।

আরও পড়ুনঃ কাঁপবে ছোটপর্দা! এবার একসঙ্গে পর্দায় ফিরছেন অপরাজিতা-দেবচন্দ্রিমা!

অভিনেত্রীর ফেসবুকের ভিডিওতে দেখা যাচ্ছে, পোষ্য টোকিওর সঙ্গে বাড়ির নতুন সদস্যের পরিচয় করিয়ে দিচ্ছেন। আর সেই সময়তেই অস্পষ্টভাবে সদ্য জাতের মুখ নজর কাড়লো দর্শকদের। যদিও, মানসী তাঁর সন্তানের মুখ অন্য ছবি দিয়ে আড়াল করে দিয়েছে ভিডিওতে।

নেটিজেনরা সেইভাবে নবজাতকের মুখ দেখতে না পেলেও এই ভিডিও দেখে খুশি হয়েছেন অনেক ভক্তরা। দেখা যায়, পরবর্তীকালে সেই ভিডিও মুছে দেন তাঁর একাউন্ট থেকে। প্রসঙ্গত অভিনেত্রীকে শেষ দেখা গেছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। তবে, এখন দর্শকদের একাংশ অপেক্ষায় রয়েছেন কবে তাঁকে আবার পর্দায় দেখা যাবে?