ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ ‘অপরাজিতা আঢ্য’ (Aparajita Adhya) ও ‘দেবচন্দ্রিমা সিংহ রায়’ (Debchandrima Singha Roy) এবার একসঙ্গে পর্দায় ফিরছেন! দর্শকরা তাঁদের পৃথক ভাবে আগে ভালোবেসেছেন, এবারও কি তবে ছোটপর্দাতেই দেখা যাবে তাঁদের? নতুন জল্পনা ঘিরে সরগরম টলিপাড়া।
তবে জানা যাচ্ছে, এবার তাঁদের একসঙ্গে দেখা যাবে অন্যরকম এক গল্পে, যেখানে সম্পর্কের নতুন এক সমীকরণ তুলে ধরবে। পরিচালনায় থাকছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরিচালক পাভেল ঘোষ। ধারাবাহিক পরিচালনার পাশাপাশি বরাবরই বড়পর্দায় কাজ করার ইচ্ছা ছিল তাঁর, এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।
শোনা যাচ্ছে, এই দুই অভিনেত্রীদের জন্যই বিশেষ একটি গল্প লিখেছেন পাভেল, যেখানে অপরাজিতা-দেবচন্দ্রিমা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। এছাড়াও থাকবেন পরিচালক পীযূষ সাহার ছেলে প্রিন্স। শুটিং শুরু হবে আগামী মাস থেকে। যদিও নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে গল্পটি মূলত সম্পর্কের গভীর জটিলতা নিয়েই গড়ে উঠবে হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ স্বপ্নপূরণের পথে কথা! কিন্তু চিত্রার ষড়যন্ত্র কি সব শেষ করে দেবে, নাকি ফাঁস হয়ে যাবে সব জারিজুরি? ‘কথা’তে আসছে ধামাকাদার মোড়!
প্রথমে মনে করা হয়েছিল, তাঁরা ছোটপর্দায় ফিরছেন একসঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল—এটা কোনও সিরিয়াল নয়, বরং পাভেল ঘোষের প্রথম সিনেমা! ‘হরগৌরী পাইস হোটেল’-এর সাফল্যের পর এবার তাঁর বড়পর্দার যাত্রা কতটা নজর কাড়ে, সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।