দুই পরিবারের মধ্যে অশান্তির আগুন লাগিয়েছে মোহনা! ক্রমাগত শুভ-আদির ভুল বোঝাবুঝি তৈরী করছে জিনিয়া! তবে, কী এবার শুভ ধরতে পারবে সবকিছুর পিছনে কে রয়েছে?

মোহনা যে জেদের আগুন জ্বালিয়েছে, তাতে ধ্বংস হতে চলেছে দুটো পরিবার। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের এপিসোডে দেখা যাবে, শুভ আদির পকেট থেকে ছবিটা পাওয়া মাত্রই সে আকাশকে ফোন করে সবটা জানায়। ওদিকে, ফটোর কথা শুনে মনে মনে ভীষণ লজ্জা পায় যে তাঁর বোন এমন কাজ করেছে।

এরপর, আকাশ ভাবছে মোহনা দিনে দিনে যেমন মানসিকতার মানুষ তৈরী হচ্ছে তাঁর জন্য কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে। এরপর, আকাশ মোহনার খোঁজ নিতে শুরু করে দেয়। ভাবছে মোহনা কোথায় আছে? এমন সময়, অন্যদিকে দেখা যায় জিনিয়া তাঁর মাকে সবকথা খুলে বলছে, সে কী কী ভাবে আদি-শুভর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে?

entertainment

কথায় কথায় জিনিয়া তাঁর মাকে জানায়, ইচ্ছা করেই আদি শুভর মধ্যে ভুলবোঝাবুঝি তৈরী করেছে যাতে সে অনায়াসে সমিতের বউ হয়ে রায় বাড়িতে ঢুকতে পারে। এরপর দেখা যায়, মোহনা কাউকে না জানিয়ে চলে গেছে আদিদের স্টোরে।

আদি মোহনাকে দেখে বলে, ‘তোমার এ কেমন চোখ-মুখের অবস্থা হয়েছে’। ইউ শুনে মোহনা মনে মনে বলে, সে সারারাত আদির বাড়ির সামনে অপেক্ষা করেছে যাতে তাঁকে একবার হলেও চোখের দেখা দেখতে পায়। এরপর, মোহনা-আদিকে জিজ্ঞাসা করে সেই রাতের কথা যে রাতে মোহনা-আদি দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর একে অপরের কাছাকাছি অবস্থায় এসে ছিল।

আরও পড়ুনঃ “সাধ মানি না, ওটা এখন অপ্রাসঙ্গিক!”— মাতৃত্ব নিয়ে অহনার মন্তব্যে চটলেন নেটিজেনরা! প্রশংসার বদলে এল কটাক্ষের ঝড়! “কপালে না জুটলে লোকে ওসবই বলে”— নেটিজেনের খোঁচা!

মোহনা তাঁকে জিজ্ঞাসা করে, সে কী আগেকার সব স্মৃতি ভুলে গেছে? এমন সময় আদি বলে তাঁর ওপর শুধু শুভর অধিকার রয়েছে। এরপর, তাঁরা কথা বলার সময় হঠাৎই হাজির হয় জিনিয়া। জিনিয়া তাঁদের দেখে চলে যায়। এই দেখে আদি ভাবে তাঁদের দেখে জিনিয়া এই কথাটা নিশ্চই শুভকে গিয়ে বলবে।

এরপর, মোহনা বাড়িতে ফিরে এলে তাঁর দাদা ও মা তাঁকে বলে একটা ছেলে পছন্দ করতে। আর, সেই ছেলের সঙ্গেই মোহনার বিয়ে দেবে। এই শুনে মোহনা রেগে যায় আর বলে সে বিয়ে করলে আয়ানকেই করবে। এরপর, মা-দাদার সঙ্গে অশান্তি শুরু করে দেয়। মোহনা রেগে ঘরে চলে গেলে তাঁর মা ভাবে সে দুই পরিবারের মধ্যে অশান্তির আগুন লাগিয়েছে।

অন্যদিকে, দেখা যায় পূরবীর সঙ্গে নাচ প্রাকটিস করছে জিনিয়া। এমন সময় জিনিয়া সুযোগ বুঝে ডোনা মা হতে পারবে না এই কথাটা বলে দেয় পূরবীকে। আর, এই কথাটাই আড়াল থেকে শুনতে পায় রূপক আর ভাবে, জিনিয়া যেমন ছিল তেমনই রয়েছে। এরপর, শুভ তাঁদের জন্য জ্যুস নিয়ে এলে সুযোগ বুঝে ওই স্টোরের কথাটাও তাঁর কানে তুলে দেয়। এদিকে, শুভ ভাবে জিনিয়া কেন তাঁকে দেখলেই মোহনার কথা বলে?

You cannot copy content of this page