শুভকে হারানোর জন্য ডোনা ও মোহনা একে ওপরের সঙ্গে হাত মেলালো। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, মোহনা শুভর পোশাক পরে আদির ঘরে ঢুকে পড়েছে। এমন সময়, আদি মোহনাকে ভুল করে শুভ ভেবে পিছন থেকে জড়িয়ে ধরে। কিন্তু, পরে বুঝতে পারায় জিজ্ঞাসা মোহনাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে।
এমন সময়, মোহনা ভাবে সে ইচ্ছা করেই এঘরে শুভ সেজে ঢুকেছে যাতে আদি তাঁর কাছাকাছি আসে। এরপর, নানা ছলনায় আদিকে নিজের করে পাওয়ার চেষ্টা করে, কিন্তু পায় না। মোহনা বলে, আদি যদি চায় সে শুভর মতন সাজবে, কথা বলবে। এই শুনে আদি বলে এই শুভর মতো সাজলেই শুভ হয়ে যাবে না কখনোই।
এদিকে, আদিকে মোহনার হাত থেকে বাঁচানোর জন্য শুভ ইচ্ছা করেই কেশবকে দিয়ে যায় তাঁর কাছে। লাকি অর্থাৎ শুভ বলে কেশবের শরীরটা ভালো নেই, তাই ও বাবার কাছে থাকতে চায়। এরপর, আদি মোহনাকে হাত ধরে ঘর থেকে বের করে দেয়। এমন সময়, মোহনা খুব রেগে যায়।
এদিকে, শুভ মনে মনে ভাবতে থাকে আদি এমন কাজ করেছে যে অন্য কোনো মেয়ে আজ তাঁর ঘরে ঢুকে পড়ছে কিন্তু সে কিছু করতে পারছে না। এরপর, দেখা যায় আদিও মনে মনে ভাবছে মোহনা সঙ্গে সেই রাতের কথা। আদি ভাবছে মোহনার ব্যবহার দেখে একটু মনে হচ্ছে না সে মা হতে চলে। এমন ভাবনার দোটানায় আদি কেবলই শুভর কথা ভেবেছিলাম চলেছে।
এরপর, পরদিন সকাল হতেই দেখা যায় মোহনা নিজের ঘরে বসে বসে গত রাতের কথা ভাবছে আর ঘরের নানা জিনিস চারিদিকে ছুঁড়ে ফেলছে। এমন সময় ঘরে এসে ডোনা দেখে মোহনার এই অবস্থা তাই তাঁকে বলে পথের কাঁটা অর্থাৎ শুভকে সরাতে হলে তাদেরকে একসঙ্গে লড়াই করতে হবে। এরপর, ডোনা মোহনাকে বলে সে যেনো আরো কান্নাকাটি করে যাতে মা তাঁর ওপর গলে যায় আর ধীরে ধীরে আদিও তাঁর কাছে আসে।
আরও পড়ুনঃ “খুব এক্সপেনসিভ, রূপের দেমাকে মাটিতে নাকি পা পড়ে না!”— মায়ের চরিত্রেই টলিউড ইন্ডাস্ট্রির হায়েস্ট পেইড অভিনেত্রী তুলিকা বসু! অভিযোগ শুনে কী বলছেন অভিনেত্রী?
এরপর, দেখা যায় ডাইনিং টেবিলে বসে শুভ তার ছেলেকে খাওয়াচ্ছে নানান রকম গল্প করতে করতে। কিন্তু, এদিকে শুভ খেয়াল নেই সেই পুরো বাংলা ভাষাতেই কথা বলছে আর এমন কথা বলছে যা শুভ ছাড়া কেউ জানে না। এই কথা দূর থেকে শুনে আদির সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসা করে সে কে? ঠিক এমন সময়তেই সমিত এসে শুভর কথা জিজ্ঞাসা করাতে ব্যাপারটা ঘুরে যায়। এরপর, আদি বারে বারে শুভ কে ফোন করতে থাকে কিন্তু কিছুতেই শুভ ফোন ধরে না। তাই আদি ভাবে সেই নদীয়া গিয়েই শুভকে ফিরিয়ে আনবে।
“দুই বাচ্চার মা…২০২৫ এ ধূমকেতু হলে নিতাম না!”— ছবি হিট হতেই বদলে গেলেন দেব, শুভশ্রীর অবদান ভুলে গিয়ে মাতৃত্বকে করলেন হেয়! “অপমান করার সাহস কে দিয়েছে? এক মাকে অপমান মানে নিজের মাকেও অপমান।” “আগে মানুষ হও, তারপর অভিনেতা বা প্রযোজক হও”— কটাক্ষ নেটপাড়ার!