জীতু–দিতিপ্রিয়া জুটির ম্যাজিক ছাপিয়ে গেল সবাইকে! টিআরপির শীর্ষে ‘চিরদিনই তুমি যে আমার’! অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে টিআরপিতে জি বাংলার একক রাজত্ব! তালিকা থেকে বাদ পরল ‘পরশুরাম’! বাকিরা কে কোথায়?

বাংলা টেলিভিশনের টিআরপি (TRP) তালিকা (TRP List) মানেই সপ্তাহজুড়ে এক উত্তেজনার অবসান। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার, ৯ তারিখের তালিকা প্রকাশ হতেই দেখা গেল, হাজারও বিতর্ক সমালোচনার পর— অবশেষে দর্শকের ভালোবাসা এবার পুরোপুরি ছিনিয়ে নিয়েছে জীতু কমল (Jeetu Kamal) ও দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) জুটি। তাদের জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) টিআরপির শীর্ষে উঠে এসেছে ৬.১ পয়েন্ট নিয়ে।

জি বাংলার এই ধারাবাহিক ফের প্রমাণ করল, সম্পর্কের আবেগ আর নিখুঁত অভিনয়ই এখন দর্শক মন জয় করার সবচেয়ে বড় অস্ত্র। এবার দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta), যেটি পেয়েছে ৫.৯ পয়েন্ট। পারুলের দৃঢ় মানসিকতা আর জীবনের লড়াই এবারেও দর্শকের মনে দাগ কাটছে। তৃতীয় স্থানে রয়েছে আবারও জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ৫.৫ নম্বর নিয়ে।

আর কাছাকাছি চতুর্থ স্থানে রয়েছে জি বাংলারই ‘ফুলকি’ (Phulki) ৫.৪ পয়েন্ট সহ! ধারাবাহিক দুটি নিয়মিতভাবেই দর্শকপ্রিয়তার তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছে। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসা কিছুটা দাগ কাটতে পেরেছে। এই স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), যেটি ৫.৩ পয়েন্ট নিয়ে তালিকায় নিজের জায়গা পাকা করেছে। তবে অক্টোবর মাসের প্রথম দুই তালিকা মেলালে দেখা যাচ্ছে, জি বাংলার একক অধিপত্য।

অন্যদিকে, ‘আমাদের দাদামণি’ (Amader Dadamoni) এবং ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ( Rajrajeswari Rani Bhabani) এবার ট্রেন্ডিং তালিকায়, যথাক্রমে ৫.১ ও ৪.৭ পয়েন্ট পেয়ে দর্শকের মন কেড়েছে। সব মিলিয়ে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে টিআরপির দৌড়ে স্পষ্ট বিজয়ী জীতু–দিতিপ্রিয়া জুটি। তাদের রসায়ন, বাস্তবধর্মী সংলাপ এবং পরিণত অভিনয় প্রমাণ করেছে—দর্শকের মনে রাজত্ব করতে হলে কেবল গল্প নয়, দরকার অনুভূতির সত্যিকারের সংযোগ।

আরও পড়ুনঃ ‘একটাও ব্যাগ বিক্রি করতে পারিনি, কিন্তু মানুষের ভালোবাসাই আমার আসল প্রফিট’, ‘না আছে ট্যাগ, না আছে লোগো, অনলাইন থেকে ব্যাগ কিনে চড়া দামে বেচছে’, ‘পাবলিককে বোকা বানিয়ে রাতারাতি বড়লোক হ‌ওয়ার লোভ!’ সোশ্যাল মিডিয়ায় ফের আ’ক্রান্ত রাজা-মধুবনী!

এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 2nd Week of October | 09th Oct | Thrusday |
BT •• চিরদিনই তুমি যে আমার 6.1
2nd •• পরিণীতা 5.9
3rd •• জগদ্ধাত্রী 5.5
4th •• ফুলকি 5.4
5th •• রাঙামতি 5.3
Trending ••
দাদামণি 5.1
রাণী ভবানী 4.7