বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা (TRP List) মানেই দর্শকদের জন্য সপ্তাহভর উত্তেজনার খোরাক। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের টিআরপি (TRP) প্রকাশ হতেই দেখা গেল নাটকীয় রদবদল। ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা গেল, একাধিক ধারাবাহিকের অবস্থান পাল্টে গিয়েছে। দর্শক মহলে তৈরি হয়েছে টানটান আগ্রহ। কে এগিয়ে, কে পিছিয়ে এবার?
এই সপ্তাহের তালিকায় শীর্ষে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok)। ৬.৫ পয়েন্ট নিয়ে আবারও প্রমাণ করল ভালো গল্প এবং আবেগঘন চরিত্রের শক্তি। সাধারণ মানুষের অতিসাধারণ লড়াইয়ের গল্প দর্শককে সমানভাবে টানতে সক্ষম হচ্ছে শুরু থেকেই। আগের সপ্তাহে স্থান হারালেও, আবার শীর্ষে ফেরায় ধারাবাহিকটির ভক্তরা বেশ খুশি।
অন্যদিকে, দ্বিতীয় স্থানে একসঙ্গে জায়গা করে নিয়েছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) এবং স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (Rajrajeshwari Rani Bhabani)। দু’টিই এবার ৬.৩ পয়েন্ট পেয়েছে। পারুলের সাহসী পদক্ষেপ আর বাংলার বীরাঙ্গনার বীরত্বের গল্প দর্শকের মনে আলাদা জায়গা দখল করেছে। গত সপ্তাহে শীর্ষে থাকা পরিণীতা এবার কিছুটা পিছিয়েছে বটে, তবে জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
এবার তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), যার পয়েন্ট ৬.১। নারীচরিত্রকেন্দ্রিক এই ধারাবাহিকের প্রতিটি মোড় দর্শককে আজও একইভাবে ধরে রাখছে। চতুর্থ স্থানে সমান ৬.০ পয়েন্ট নিয়ে রয়েছে তিনটি ধারাবাহিক— জি বাংলার ‘ফুলকি’ (Phulki), স্টার জলসার ‘চিরসখা’ (Chiroshokha) এবং ‘রাঙামতি’ (Rangamoti)। প্রত্যেকটি গল্পই তাদের নিজস্ব টান দিয়ে দর্শক মহলে জায়গা ধরে রেখেছে।
আরও পড়ুনঃ “টলিউড কখনও ইন্ডাস্ট্রি হয়ে ওঠেনি, এখানে কাজের নিরাপত্তা নেই, এখন আর কাজ পাই না”—টলিউড জগতের বেহাল দশা নিয়ে অকপট অভিনেতা দেবরঞ্জন নাগ! অভিনয় জগতের অ’ন্ধ’কার দিক ফাঁস করলেন অভিনেতা!
সেরা পাঁচের শেষে রয়েছে জি বাংলার ‘আমাদের দাদামণি’ (Amader Dadamoni) এবং ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodinei Tumi Je Amar)। দু’টিই ৫.৮ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে, ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে নতুন শুরু হওয়া জি বাংলার শুরু হওয়া দুটি নতুন ধারাবাহিক– ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhata), প্রথম সপ্তাহেই পেয়েছে ৫.২ পয়েন্ট। পাশাপাশি ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo) ৪.৩ পয়েন্ট নিয়ে যৌথ স্লট লিডে রয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 3rd Week of September | 18th Sept | BT •• পরশুরাম 6.5
2nd •• পরিণীতা , রাণী ভবানী 6.3
3rd •• জগদ্ধাত্রী 6.1
4th •• ফুলকি , চিরসখা , রাঙামতি 6.0
5th •• আমাদের দাদামণি , চিরদিনই তুমি যে আমার 5.8
Trending ••
জোয়ার ভাঁটা ( Opening Week ) 5.2
কনে দেখা আলো ( Joint Slot Lead ) 4.3c