TRP: আবার মুখ পুড়লো জি বাংলার! জগদ্ধাত্রীকে টপকে বেরিয়ে গেল সূর্য-দীপার অনুরাগের ছোঁয়া! খুদে দুটো মেয়েই কি আসল কৃতিত্বের দাবিদার?

বৃহস্পতিবার আসলেই বাংলা টেলিভিশনের দর্শকদের বুক ধুকপুকানি বেড়ে যায়। আসলে এই দিনেই প্রমাণিত হয় কোন ধারাবাহিক সেরা সেরা আর কোন ধারাবাহিক পিছিয়ে পড়ল প্রতিযোগিতায়।

এই টিআরপি ফলাফল থেকে বোঝা যায় কোন ধারাবাহীকে দর্শক সবথেকে বেশি আগ্রহী এবং কী ধরনের গল্প দেখতে পছন্দ করছে বাংলার মানুষ। একটা সময় ছিল যখন শুধুমাত্র সাংসারিক টানাপোড়েন দেখানো হতো গল্পে। এখন সেখান থেকে গল্প অনেকটা এগিয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই নারী কেন্দ্রিক গল্প হলেও অন্যান্য চরিত্রগুলিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক সেই কারণেই আজকাল বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রেই বেশ কিছু নতুন মুখ উঠে আসছে নতুন প্রতিভা হিসেবে নায়ক-নায়িকার পাশাপাশি।

এই সপ্তাহের টিআরপি ফলাফল ঠিক আগের সপ্তাহের মতোই রয়েছে। শুধু আগের সপ্তাহ বললে ভুল হবে বিগত কয়েক সপ্তাহ ধরে এই ফলাফল এবং এই স্থান সমান রয়েছে। প্রথম পাঁচে বেশ কয়েক সপ্তাহ ধরে এই একই ধারাবাহিক রয়ে গেছে।

এবারও তার অন্যথা হলো না। প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। বরাবরের মতো তাকে আবার হাড্ডাহাড্ডি লড়াই দিতে গিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে জি বাংলার জগদ্ধাত্রী।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা:

১ম •• অনুরাগে ছোঁয়া (৮.৮) TOPPER 👑
২য় •• জগদ্ধাত্রী (৮.৬)
৩য় •• গৌরী এলো (৮.০)
৪র্থ •• নিম ফুলের মধু (৭.৮)
৫ম •• খেলনা বাড়ি (৭.৫)

You cannot copy content of this page