জি বাংলার মিঠাই রানী আর উচ্ছে বাবুর জুটিকে চেনে না আর ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। দুজনের হাসি মজা খুনসুটি প্রেম সবই ভালো লাগে দর্শকদের। আর দর্শকদের এই জুটির প্রতি ভালোবাসার ফল হলো টিআরপি।
বরাবর টিআরপির দিক দিয়ে এই সিরিয়াল ছিল শীর্ষস্থানে। আরো অন্যান্য সিরিয়ালগুলি টক্কর দিলেও ধারে কাছে ঘেষতে পারেনি। কিন্তু মাঝখানে ধারাবাহিকের টিআরপি একটু কমে গেছিল। সেই সময় দুটো ধামাকেদার এপিসোড আনা হলো যার মাধ্যমে আবার শীর্ষে উঠে এলো মিঠাই।
মিঠাই আর উচ্ছে বাবুর জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে মাঝে মাঝেই এদের নানা ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এবার তেমনই একটি মজার ভিডিও ভাইরাল হল যেখানে দেখা গেল উচ্ছে বাবু অর্থাৎ আদৃত রায়কে।
আদৃত সেখানে মাথায় মালিশ করে দিচ্ছে একজনের। পাশে আরো অনেকে রয়েছে যারা এই দেখে হাসাহাসি করছে। ব্যাকগ্রাউন্ডে আবার একটি মজার গান বাজছে এমনটাই শোনা গেল। ভিডিওটা হু হু করে ভাইরাল হয়ে গেছে এই মুহূর্তে।
আর নেট নাগরিকরা, বিশেষ করে উচ্ছে বাবুর ভক্তরা বিভিন্ন ধরনের মন্তব্য করছে এই ভিডিওটা দেখে। কেউ বলছে তালে কি মিঠাই ছেড়ে দিয়ে নতুন পেশা ধরল উঠছে বাবু? আবার কে বলছে উঠছে বাবু একটা সাইড বিজনেস খুলতে পারে। উপরি পাওনা হবে।
আসলে তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে দর্শকরা এতটা বেশি আগ্রহী থাকে যে তারা কখন কি করছে? কোথায় যাচ্ছে কাদের সঙ্গে যাচ্ছে এইগুলো জানতে তৎপর হয়ে ওঠে।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!