Ponchomi: “মায়ের মৃত্যুর প্রতিশোধের কাহিনী নিয়ে শুরু হলেও এখন জামাই নিয়ে সব সিরিয়ালের মতো কামড়া কামড়ি করছে দুই নাগিন”! একই গল্পে বিরক্ত “গরীবের নাগিন” পঞ্চমী দেখা দর্শক
নাগ নাগিনীর গল্পে একটা চেনা একটি প্লট হল যে নাগিনীর কোনও প্রকার কোনও প্রতিশোধ নেওয়ার থাকে, আর তাতেই বাকি গল্প এগোয়। আসলে নাগ-নাগিনী নিয়ে গল্প কিন্তু বাংল-হিন্দি কোনও ধারাবহিকেই নতুন গল্প নয়। কিন্তু সেই নাগ-নাগিনীর গল্প নিয়েই এবারে শুরু হয়েছে নতুন ধারাবাহিক “পঞ্চমী” (Ponchomi)। মূলত নাগদেবতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিয়ালের প্রেক্ষাপট। কিন্তু গল্পের মোড় এখানে একটু পাল্টে দেওয়া হয়েছে।
তবে প্লট পাল্টে দিতে গিয়ে একটু যেন বেশিই পাল্টে ফেলেছে ধারাবাহিকটি। কারণ এটা একটু অন্য স্বাদ দিচ্ছে। তবুও ধারাবাহিকটি ভালো মতো সাড়া পায় কারণ ফিকশনাল জগতে বিরাজ করছে এই ধারাবাহিকটি। আর তাতেই বেশ ভালোমতো টি আর পি কুড়িয়ে নিচ্ছে। এমনিতে এইসব ফিকশনের চক্করে মাঝে মধ্যেই দেদার ট্রল হতে হচ্ছে ধারাবাহিকটিকে। কিন্তু তাতেও ধাঁচ অন্য হচ্ছে।
তবে নির্মাতারা মাঝে মধ্যে বেশিই বাড়াবাড়ি করে ফেলছে। গল্পকে একটু অন্য স্বাদে আনতে তো ভালোরকম টুইস্টই আনা হয়েছে। দর্শক বেশ ভালো মতোই কনফিউজ। প্রসঙ্গত গল্প এগিয়ে যাচ্ছে বেশ সুন্দরভাবেই। প্রসঙ্গত পঞ্চমী ইচ্ছাধারী নাগিন এবং চিত্রা হলেন একজন কালনাগিনী। আসলে পঞ্চমীকে পাঠানো হয় তাঁর মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু পঞ্চমী সেসব কিছু চায় না।
তাই চিত্রাকে পাঠানো হয়েছে এই কাজ করতে। আর এর মাঝে টানাটানি পড়ে যায় কিঞ্জলকে নিয়ে। কারণ ওদিকে পঞ্চমীর মনে মনে কিঞ্জলের প্রতি সত্যি সত্যিই একটা দুর্বলতা রয়েছে। তাঁর প্রমাণ পঞ্চমী নিজেই বেশ কয়েকবার দিয়েছে।
আর সেটা কিঞ্জল খেয়ালও করে।
কিন্তু ওদিকে মন দিয়ে নিজের কাজ করে যাচ্ছে চিত্রা! এর পিছনে যদিও অন্য ধান্দা আছে। প্লট টুইস্ট করে জানা যায়, যায় পেটে কিঞ্জলের বাচ্চা থাকবে তাঁর বাচ্চার মাথায় একটা নাগমণি থাকবে। আর এই নাগমণির লোভে কিঞ্জলকে নিয়ে এত টানাটানি। তাই এত কিছুর মাঝে দর্শকরা এটাও বুঝতে পারছে না যে ঠিক কাকে ভুল বলবে!
প্রতিশোধ নেওয়াই যেকোনও নাগিনের মূল উদ্দেশ্য হয় বলেই এতকাল দর্শকরা জেনে এসেছে। আর সেই অনুযায়ী চিত্রাতো নিজের কাজটা করছে। তাই একদল দর্শক কিন্তু পঞ্চমীর থেকেও বেশি চিত্রাকেই সাপোর্ট করছেন। কিন্তু এই নাগিনের গল্পতেও সেই একই চেনা প্লট, একজন নায়ককে নিয়ে দুই মহিলার টানাটানি দেখতে দর্শকদের ভালো লাগছে না।