সূর্যকে ভিলেন বানিয়ে অর্জুনকে মহান সাজানো! ‘সূর্যকে পাল্টানোয় কেউ প্রতিবাদও করলো না’! আরো TRP কমুক, বলছে ভক্তরাই

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowwa)। এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় ৫ নম্বরে থাকলেও, বিগত প্রায় ১১ মাস বেঙ্গল টপার ছিল এই সিরিয়াল। প্রথমদিকে শীর্ষস্থান হাত ছাড়া হলেও, এবারে এক ধাক্কায় তা নেমে গেছে ৫-এ। যার কারণ অবশ্যই দুর্গা পুজো। তারপর চলতি বিশ্বকাপ। টিআরপি রেটিংয়ে তাই জোর ধাক্কা খেয়েছে ধারাবাহিকগুলি।

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করতে সক্ষম হয়েছে এই সিরিয়াল। পাশাপাশি সিরিয়ালের মাধ্যমে যেভাবে একজন শ্যামবর্ণ মেয়ের জীবন সংগ্রামের কাহিনী ফুটিয়ে তোলা হচ্ছে ছোটপর্দায় তা দারুণ পছন্দ হয়েছে বাংলা সিরিয়াল প্রেমী ও নেটিজেনদের। তবে সম্প্রতি গল্পের নায়ক সূর্যকে নেটমাধ্যমে উঠেগে শোরগল। অর্জুনের উপস্থিতিতে তাঁকে নাকি লেখিকা নেগেটিভ করে দেখাচ্ছে। এমনটাই অভিযোগ উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের একটি ফ্যান গ্রূপে। চলুন দেখে নিই কী বলছেন দর্শকরা।

এক সিরিয়াল প্রেমী বলছেন, ‘অনুরাগের ছোঁয়ায় সূর্য দীপার মধ্যে যখন মিল হয়ে গিয়েছিল, তখনই অনেকদিন পর এবং শেষবার ৯+ টিআরপি দিয়েছিল। তারপরেও লেখিকার কাছে সুর্য – দীপা জুটির কোনো গুরুত্বই নেই! অরিজিনালে সেই ভুল বুঝাবুঝির পর আর কক্ষনও ওদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়নি। বরং ওদের বন্ড আরো স্ট্রং হয়ে গিয়েছিল! আর অন্যদিকে, লেখিকা ইচ্ছা করে সূর্য চরিত্রটাকে দিন দিন নামাতে নামাতে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে , তাও আবার কার জন্য? মহান নায়ক অর্জুনের জন্য!’

অন্যজন বলছেন, ‘প্রায় ২ বছর ধরে সুদীপা জুটির প্রেম,ভালোবাসা, টান, মান-অভিমান দেখিয়ে লেখিকা এক মুহূর্তে গল্প রসাতলে তুলে দিয়ে অর্জুনকে নায়ক বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন! উনি যে দীপার সঙ্গে অর্জুনের মিল দেওয়ার জন্যই এত কাহিনী দেখাচ্ছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সূর্যকে অফিসিয়ালি ভিলেন বানিয়ে দিয়ে উনি অর্জুনকে মহান বানাচ্ছেন! অথচ সুদীপা জুটির ফ্যানদের কাছে স্টিল সেই অর্জুনকে সূর্য দীপার জীবনে থার্ড পারসনই মনে হচ্ছে! আর কিছু ফ্যান রাইটারের এইসব ছ্যাবলামিকে সাপোর্ট দিয়ে তার ফাঁদে পা দিয়ে দীপা অর্জুনের মিল চায়!’

সূর্যকে গল্পে নেগেটিভ দেখানো নিয়ে লিখেছেন,’সূর্য চরিত্রটাকে কার জন্য নামানো হচ্ছে সেই বিষয়ে কেউ প্রতিবাদও করলো না! যেই সিরিয়ালটা সবাই সূর্য আর দীপার জন্য দেখে। সূর্য দীপার মিলের জন্য দেখে তাদের যদি দিনশেষে এইসব দেখতে হয় যে নায়ক ভিলেন হয়ে যাচ্ছে , প্রিয় জুটি গুরুত্ব পাচ্ছেনা , নতুন নায়ক কে নায়িকার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে তাহলে তাদের কেমন লাগবে? বেশ হয়েছে আরো টিআরপি কমুক, অর্জুনকে নিয়ে রাইটার ডিসকো ডান্স দিক আর প্রতি সপ্তাহে দর্শক ওদের পাছে বাঁশ দিক! তার থেকেও বড় কথা অনেকে হাজার লজিক দিলেও তো মানব না যে সূর্য খারাপ ছিল!’

আরও পড়ুনঃ বড় খবর! ‘চিনি’র সম্প্রচারের দিনক্ষণ জানা গেল! পর্দায় কবে থেকে?

অন্যজন সূর্যকে নিয়ে লিখেছেন,”সূর্যকে শুরু থেকে যেভাবে দেখিয়েছে আর বর্তমানে যা দেখাচ্ছে তার সাথে কি আদৌ কোনো মিল আছে? এসব কি সূর্যের চরিত্রের সঙ্গে যায়? মহান অর্জুনকে নায়ক বানাবে বলেই সূর্যের চরিত্রের পতন ঘটাচ্ছে রাইটার এটা আবার অনেকে মানতে চায়না!গল্পের যা অবস্থা করেছে তাতে আর কিছু ঠিক হবে বলে মনেও হয় না, টিআরপি এখন কোথায় গিয়ে ঠেকে সেটাই দেখার! ইচ্ছা করছে রাইটারের আইডি উড়িয়ে দিই ফালতু লেখিকা!”

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

You cannot copy content of this page