‘মিঠাই’ অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক। মিঠাই তার নানারকম কর্মকাণ্ডে মাতিয়ে রাখে সকলকে। শেষমেশ মোদক পরিবারে ঝগড়া মিটল দাদু-ঠাম্মার অথাৎ সুষমা-সিদ্ধেশ্বরের। খুশি সবাই। মিঠাইরানীর পরিকল্পনা সফল হয়েছে। ফুলশয্যা হ’ল কর্তা-গিন্নির। সঙ্গে সত্যি কথাও বেরিয়ে এসেছে। সিদ্ধেশ্বর য কৃষ্ণমূর্তিটি আদৌ সুষমাকে উপহার দেয়নি সে কথাও জানা গেছে।
গান গেয়ে ঠাম্মার মান ভাঙালেন দাদু। প্রেমের মেজাজ ছড়িয়ে পড়ল মিঠাইয়ের পড়েছে। স্বপ্ন দেখতে থাকে মিঠাই। স্বপ্ন
থেকে মিঠাইকে তুলল উচ্ছেবাবু। গত্যা মিঠাইকে বসতে হল ব্যবসার কাজে। তারমধ্যেই চলতে থাকে মজা।
সকালে শুরু হয় রথযাত্রা উপলক্ষে পুজোর প্রস্তুতি। আর সিডকে বাজার যেতে নির্দেশ দেয় মিঠাই। অগত্যা ঘুম কাটিয়ে সন্দীপের সঙ্গে বাজারে যাওয়ার প্রস্তুতি নিতে হয় তাকে। সকাল বেলায় বাজারের থলি হাতে সিডকে দেখে অবাক সবাই। সেই মুহূর্তের ছবি তুলে রাখে নীপা।
এখন উৎসবের মরশুম মোদক পরিবার জুড়ে। মিঠাইয়ের নতুন পর্ব দেখে উত্তেজনা তুঙ্গে দর্শকদের। অনেকে মনে করছেন, এই ধারাবাহিকের নতুন পর্ব দর্শকদের আরও আনন্দ দেবে
“একমাত্র গান দিয়েই স’ন্ত্রাস’বাদ থামানো সম্ভব!” বক্তা রূপঙ্কর! ‘পহেলগাঁওতে যদি সেদিন আপনার প্যান্ট খুলে কেউ চেক করত, তখন ঠিক কোন গানটা শোনাতেন?’ ‘ওনাকে এক্ষুনি গিটার সমেত বর্ডারে পাঠানো হোক!’ কটাক্ষে ধুয়ে দিল নেটপাড়া