জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকটি আর পাঁচটা সাধারণ প্রেমের গল্প নিয়ে তৈরী না। এতে যেমন আছে প্রতিশোধ, পুনর্জন্ম রহস্য এবং আরও কিছু অজানা সত্য, যা ধীরে ধীরে গল্পের নতুন মোড়ের সাথে উন্মোচিত হবে। এই ধারাবাহিকটি মূলত জি টিভির হিন্দি ধারাবাহিকের বাংলা সংস্করণ, যেখানে মূল প্রেক্ষাপটই হলো অসমবয়সী দুজনের সম্পর্ক। বাংলাতে গল্পের নায়ক ‘আর্য’ (Jeetu Kamal), নায়িকা ‘অপর্ণা (Ditipriya Roy)।
গত কয়েক পর্ব ধরেই দেখা যাচ্ছে অপু আর অর্যর মধ্যে চলছে মান অভিমান পর্ব। গত কয়েক পর্ব আগে অভিমানের বহিঃপ্রকাশ করতে গিয়ে, অপুর হাতের জলের গ্লাস থেলে ফেলে দেয় আর্য। সেই ভাঙা কাঁচ পরিষ্কার করতে গিয়ে হাত কেটে যায় অপুর। মূলত এর পর থেকেই অভিমানের বরফ গলেছে অর্যর। সে বারবার চেষ্টা করছে তবুও অপু তাঁকে বোঝানোর সুযোগই দিচ্ছে না, কিন্তু আর্য সিংহ রায় ও তো আর ছাড়বার পাত্র নয়!
আজকের পর্বে দেখা যায় অপু অফিস থেকে বাড়ি ফেরার জন্য একটা অটোতে ওঠে, হঠাৎ সেই অটোতেই উঠে পড়েন আর্য স্যার। এরপর এক কথায়, দুই কথায় ফের বচসা শুরু হয় দুজনের। আর্য চেষ্টা করেই যায় অপুকে বোঝাবার কিন্তু সে বুঝতেই চায় না। এই দৃশ্য দেখে ফেলেন সম্ভু বাবু, আর প্রমাণ স্বরূপ ফোনে ছবি তুলে রাখেন অপুর মা-বাবাকে দেখাবে বলে।
অটোওয়ালা জিজ্ঞেস করতে থাকে যে কোথায় যাবে তারা? কিন্তু কেউই কিছু বলে না, উল্টে একে অপরকে দোষারোপ করতে থাকে। এক পর্যায়ে হার মেনে নিয়ে আর্য বলে যে, সে না খেয়ে এসেছে অপুর সাথে কথা বলতে। অপুর মান অভিমান কিছুটা থিতিয়ে পড়ে। সে অটোওয়ালাকে সামনের খাইওয়ারের দোকানের দার করতে বলে।
আরও পড়ুনঃ ভি’ক্ষা চেয়ে পাওয়া প্রেমে আজ মালিকানা দেখাচ্ছে রোশনাই! গরিমাকে নাকি দয়া করে আরণ্যককে দিয়েছে সে! আসল খলনায়িকা রোশনাই, অসহ্য মহিলা একটা বলছেন দর্শকরা!
সেখানে গিয়েও অপু ফোন ব্যস্ত হয়ে পড়ে আর আর্য বিরক্ত হতে থাকে, অপু জানায় যে বাড়িতে ফোন জানাচ্ছে যে আজকে বাইরে খেয়ে ফিরবে। এরপর অপু বলে যে তাঁর এগরোল, চিলিসস আর অনেক লঙ্কা-পেঁয়াজ দিয়ে খেয়ে ইচ্ছা করছে। দুজনের মধ্যে সবে কথা বার্তা শুরু হয়, এমন সময় তাঁদের ঘনিষ্টভবে দেখে ফেলে অপুর বাবা-মা! এর পরিণতি কি হতে চলেছে? জানতে চোখ রাখুন আগামী পর্বে।