বর্তমানে স্টার জলসার (Star Jalsha) সবচেয়ে সমালোচিত ধারাবাহিক হলো ‘রোশনাই’ (Roshnai)। এই ধারাবাহিক এর গল্প শুরু হয়েছিল একটি মেয়ে যে নিজের বাবার নাম জানে না, কিন্তু জানে যে তিনি নৃত্যশিল্পী শিল্পী তাই সেও স্বপ্ন দেখে তাঁর থেকে বড় নৃত্যশিল্পী হয়ে দেখাবে সে। কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের স্বপ্নকে ভুলতে বাধ্য হয়। এমন সময় গল্পের নায়ক আরণ্যক এর আগমণ ঘটে তাঁর জীবনে আর ঘটনাচক্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাঁরা।
যদিও আরণ্যকের আগে থেকেই প্রেমিকা ছিল গরিমা, যে আবার সম্পর্কে রোশনাইয়ের দিদি। বিয়ের পর নিজের বাড়িতে নিয়ে আসে আরণ্যক রোশনাইকে তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, কিন্তু এরপর কিভাবে সব স্বপ্ন ভুলে রোশনাই বিতর্কিত কাজ করবার শুরু করে, এমনকি আরণ্যকও তাঁর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। গরিমার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করতে থাকে সে। সম্পর্ক ছিন্ন করতে না চেয়ে সবার বারণ সত্ত্বেও গরিমা বারবার আরণ্যককে সুযোগ দিয়ে যায়।
তবুও যেই কে সেই! হঠাৎ করে নিজের প্রেমিকা এবং হবু স্ত্রীকে ভুলে আরণ্যক রোশনাইয়ের পাগল প্রেমী হয়ে যায়। এতদিন অবশ্য রোশনাই এই ভালোবাসার দাম দেয়নি, বরং বলে এসেছে অন্যের সংসার ভাঙতে চায়না। কিন্তু প্রতিষ্ঠিত হতে না হতেই, আজকে সেই রোশনাই বলছে— “দয়া করলে তবেই গরিমা পাবে আরণ্যককে!” নিজেই তৃতীয় ব্যক্তি হয়ে গরিমা-আরণ্যকের জীবনে ঢুকে পড়ে আজ একথা শুনে দর্শকেরা বলছেন, রোশনাই হলো আসল খলনায়িকা!
দর্শকেরা বলছেন, “একদিন যে নিজেই ভিখা’রির মতো গরিমার কাছ থেকে আরণ্যককে হাত পেতে নিয়েছিল, আজ সে নিজেকেই সেরা মনে করছে। ওর দয়াতে নাকি গরিমার সারাজীবন চলতে হবে!” কেউ কেউ বলেছেন, “এই ধারাবাহিকে আসল ভিলেন রোশনাই! গরিমার জন্য বড্ড খারাপ লাগে, কিভাবে অন্যকে সাহায্য করতে গিয়ে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললো।” আর নায়ক আরণ্যক তো প্রতা’রণার কোর্সে ফার্স্ট হয়েছে!
আরও পড়ুনঃ ‘অনুরাগের ছোঁয়া’র পর দীর্ঘ বিরতি! পড়াশোনা নিয়ে ব্যস্ততার কারণে পর্দা থেকে দূরে ছিলেন, এবার টেলিভিশনে দ্বিতীয় ইনিংস শুরু সাইনার! কোন ধারাবাহিকে নায়িকা হয়ে ফিরছেন তিনি ?
গরিমার মতো একটি মেয়ের সঙ্গে বছরের পর বছর প্রেম করে শেষে রোশনাইকে চোখে পড়তেই নেমে পড়ল নতুন প্রেমের লীলা খেলায়! এখন সে রোশনাইয়ের হাতের পুতুল, আর গরিমা? সে শুধু চোখের জল নিয়ে বসে আছে। আসল খলনায়িকা রোশনাই না হলেও, আরণ্যকের চরিত্রের ফাঁপা দেওয়ালগুলো আজ হু-হু করে ধসে পড়ছে। দু’জনে মিলে একটা পরিণত প্রেমকেই যেন ঠাট্টার উপহাসে পরিণত করল!