কথায় আছে, ‘বিয়ে নাকি জন্ম জন্মান্তরের বন্ধন’ কিন্তু সেই বন্ধনে যদি দুটি মন বাঁধা না থাকে তাহলে কি আর সেই সম্পর্ক জন্ম জন্মান্তরের থাকে? বোধহয় নয়। আজকালকার দিনে আকচার শোনা যায় বিবাহ বিচ্ছেদের গল্প। বিনোদন জগতে সম্পর্ক সংক্রান্ত বিষয় নিয়ে মূলত দর্শকেরা অভিনেতা অভিনেত্রীদের জীবনের গল্পতেই মত্ত থাকেন
কোন অভিনেতা কতবার বিয়ে করল বা কোন নায়িকার কটা প্রেমজ সম্পর্ক রয়েছে তা নিয়েই থাকেl আগ্রহ। কিন্তু এরই মাঝে এমনও কিছু বিষয় রয়েছে যারা বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল অংশ। রেডিও জগতের এমন কিছু পরিচিত মুখ রয়েছে যারা কিনা সমানতালে রেডিও এবং টেলিভিশনের দুনিয়াকে অনায়াসে সামলে থাকে। আর জে অয়ন্তিকাকে বাংলায় কে না চেনে।
বর্তমানে অয়ন্তিকার সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যাচ্ছে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। মাথায় শোলার মুকুট গা ভর্তি কয় না লাল পেড়ে সাদা শাড়িতে ফটোশুট সারলেন নব দম্পতি। সঙ্গ দিয়েছে তাঁর মেয়ে ছোট্টো দুনি। এই আরজে’কে কেউ চেনে ‘তারকাটা অয়ন্তিকা’ নামে আবার কেউ চেনে ‘দুনির মা’ হিসাবে।
View this post on Instagram
এই আরজে’র প্রথম বিয়ে হয়েছিল ২০১২ সালে আরজে নীলের সঙ্গে, পুরো নাম নিলয়ন চ্যাটার্জী। তারকাটা অয়ন্তিকার বর্তমান স্বামী হিরজিৎ মজুমদার বেসরকারি সংস্থার উচ্চপদের কর্মচারী, কর্মসূত্রে রয়েছেন নেপালে। অয়ন্তিকার প্রথম স্বামীর একটি পারফর্মেন্স দেখে তারপর থেকে তাঁদের মধ্যে সম্পর্ক শুরু হয় এবং পরবর্তীকালে তার বিয়েতে পরিণত হয়েছিল। সম্পর্কে বনিবনা না হওয়ায় অনেকদিন ধরে আলাদা থাকছিলেন নিলয়ন ও অয়ন্তিকা।
আরও পড়ুনঃ অরিজিৎ খুব খারাপ গান গায়, তাঁর জঘন্য গান শুনে কান্না পেয়েছিলো! বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান গায়িকা অনুরাধা পড়োয়ালের
গতকাল অর্থাৎ ২৬ শে জানুয়ারি সাত পাঁকে বাঁধা পড়লেন এই জুটি। দুনির মা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লেখেন, ‘আজ থেকে আমরা একসঙ্গে’। আরজে অয়ন্তিকা ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে না আনলেও মাঝে মাঝে নীলকে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করতে। অবন্তিকার অনুরাগীরা এই ফটো দেখামাত্রই প্রশংসায় ভরে গিয়েছে কমেন্ট বক্স।