অরিজিৎ খুব খারাপ গান গায়, তাঁর জঘন্য গান শুনে কান্না পেয়েছিলো! বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান গায়িকা অনুরাধা পড়োয়ালের

যার গানে গোটা দেশ মুগ্ধ। তার কণ্ঠের জাদুতে কখনো মানুষ প্রেমে পড়ে, আবার কখনো চোখে আসে জল। তিনি হলেন জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় এই গায়কের গান বিশ্বজুড়ে প্রশংসিত। তবে, বর্ষীয়ান সংগীতশিল্পী অনুরাধা পড়োয়াল তার গানে সন্তুষ্ট নন। এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করে শোরগোল তুলেছেন।

আশির ও নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী অনুরাধা পড়োয়াল (Anuradha Paudwal) দীর্ঘদিন বলিউডে একাধিক হিট গান উপহার দিয়েছেন। তার কণ্ঠে সেসব গান আজও শ্রোতাদের মুগ্ধ করে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হেট স্টোরি ২’-এর গান ‘আজ ফির তুম পে…’ এর রিমেক ভার্সনে অরিজিৎ সিংয়ের গান নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। মূল গানটি ১৯৮৮ সালে ‘দয়াবান’ ছবির জন্য পঙ্কজ উধাসের সঙ্গে গেয়েছিলেন অনুরাধা।

অরিজিৎ সিংয়ের গাওয়া এই রিমেক গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বহু শ্রোতাই এই গানটি পছন্দ করেন। কিন্তু অনুরাধা পড়োয়ালের মতে, এই গানটি তার কাছে অত্যন্ত নিম্নমানের মনে হয়েছে। এমনকি গানটি শুনে তিনি এতটাই বিরক্ত হন যে কান্নায় ভেঙে পড়েন।

তিনি আরও জানান, অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানটি শুনে তার নিজের পুরনো গাওয়া ‘আজ ফির তুম পে প্যায়ার’ গানটি বারবার শুনে শান্তি খুঁজে পান। বর্ষীয়ান গায়িকার মতে, “অরিজিৎ এর গানটি এতটা খারাপ, যে শুনতে পারেননি তিনি। গানটি এতটাই জঘন্য তিনি কেঁদে ফেলেছিলেন। এরপর নাকি নিজের গাওয়া পুরনো গানটি একাধিক বার শুনে শান্তি পান”। তার মতে, রিমেকটি মূল গানের আবেগ ও সৌন্দর্য নষ্ট করেছে। এ ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ অনস্ক্রিন অভিনেত্রীর সঙ্গে তিক্ততা অফস্ক্রিনে! জগদ্ধাত্রী ছাড়ছেন সৌম্যদীপ?

এই বক্তব্যে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অনুরাধার সঙ্গে একমত হয়েছেন, আবার অনেকেই অরিজিৎ সিংয়ের পক্ষে কথা বলেছেন। তবুও, এই বিতর্ক স্পষ্ট করে দেয় যে পুরনো ও নতুন প্রজন্মের সংগীত নিয়ে বিতর্ক সবসময়ই থাকবে।

You cannot copy content of this page