রাস্তার একজন সাধারণ বাদাম বিক্রেতা ছিলেন তিনি। কিন্তু কপালে অন্য কিছু অপেক্ষা করছিল তাঁর জন্যে। তাই হঠাৎ করে কাঁচা বাদাম গানের সুরে বিক্রি করে ভাইরাল হয়ে গেলেন। আর তারপরেই তাঁকে দেখে কে। ভুবন বাদ্যকর এখন নিজেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আর বাদাম বিক্রি করবেন না তিনি। এবার তিনি শুধু গান গাইবেন। প্রথমে ভুবনের সাফল্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা উৎসাহিত হলেও এখন ধীরে ধীরে তাদের মনে হচ্ছে যেন তাঁর ভবিতব্য ঠিক রানু মন্ডলের মত ওই দিকে এগোচ্ছে।
এবার আবার কলকাতা শহরের নামকরা একটি পাবে দেখা গেলো ভুবনকে।শুক্রবার পার্ক হোটেলের ‘সামপ্লেস এলস’ নামক দামী বারে এলেন ভুবন। একেবারে রকস্টারের বেশে কালো ব্লেজার পরে হাজির হয়েছিলেন তিনি। সেখানে এসে মঞ্চে উঠলেন বীরদর্পে।
এত দর্শক দেখে এক মুহূর্তও ঘাবড়ে যাননি ভুবন। তারপর জয় রাধে নাম নিয়ে গান গাইতে শুরু করলেন। তবে শহরের ঝাঁ-চকচকে একটি বারে তাঁর উপস্থিতি অবাক করলো নেটিজেনদের। তাদের মতে এত দামী একটি জায়গায় শুধুমাত্র ভাইরাল হয়ে গান গাওয়ার যোগ্যতা অর্জন করা সঠিক মাপকাঠি নয়। সঙ্গীত সাধনার বিষয় এবং অনেকে তাঁকে দেখে হয়তো অনুপ্রাণিত হবেন। কিন্তু এই বিষয়টি ঠিক নয় বলেই মত তাদের। অনেকে আবার বলছেন মান খুব নিচে নেমে যাচ্ছে। তা না হলে ‘সামপ্লেস এলস’ নামক দামী বারে কাঁচা বাদাম গান গাওয়া হচ্ছে যা খুবই দুর্ভাগ্যের বিষয়।
তবে এর পাশাপাশি ভুবনকে ঘিরে প্রশংসা ঝড়ও উঠেছে।অনেকেই বলছেন তিনি যে জায়গায় পৌঁছেছেন সেটা তাঁর নিজের পরিশ্রমের ফল। তাই তাঁর আজ বিশ্বজোড়া খ্যাতি হয়েছে। তাই এমন অনামী শিল্পীদের সঠিক মঞ্চ করে দেওয়াটা দরকার।