দারুণ খবর! ফের ছোট পর্দায় নায়িকা হয়ে ফিরছেন অদ্রিজা রায়! কোন ধারাবাহিকে দেখা যাবে নায়িকাকে?

বর্তমানে বাংলার চলতি সিরিয়াল (Serial) মুখ পরিবর্তন হয়ে উঠেছে এখন খুবই সাধারণ ব্যাপার। মুখ্য চরিত্র থেকে শুরু করে পার্শ্ব চরিত্র সকল চরিত্রেই আসছে মুখ বদল। সম্প্রতি বেশ কিছু ধারাবাহীকে এমনটা দেখা গিয়েছে। এমন কি বিশেষত মুখ্য চরিত্রের মুখ বদলে সিরিয়ালকে টিআরপির দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে পরতে দেখা গিয়েছে।

বর্তমানে আবারও ফিরতে চলেছে টেলি অভিনেত্রী অদ্রিজা রায়। বলিউডের টেলিভিশন জগতে ইতিমধ্যে অভিনেত্রী কাজও করেছেন। বলিউডে এখন বেশ জনপ্রিয় মুখ। অদ্রিজার অভিনয় যাত্রা শুরু হয় ‘বেদিনী মলুয়ার কথা’র মাধ্যমে। এরপর থেকে অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনেত্রী মূলত ‘পটলকুমার গানওয়ালা’ থেকে বেশী জনপ্রিয়তা পান।

Adrija Roy

বলিউডের জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’ এক সময় তৈরি হয়েছিল বাংলা সিরিয়াল শ্রীময়ীর আদলে। এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যায় বাঙালি মেয়ে রুপালী গাঙ্গুলিকে। স্টার প্লাসের এই অনুপমা সিরিয়ালটি প্রথম দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে।

আরও পড়ুনঃ দুই শালিকের গৌরবের জীবনে রয়েছে অন্য কেউ! ঝিলিকের জায়গা নিতে চলেছে কে? উঠতে চলেছে নতুন ঝড়?

এই ধারাবাহিকেই এবার এন্ট্রি নিতে চলেছে অদ্রিজা রায়। কিন্তু কোন চরিত্রে?। জানা গেছে, এতদিন রাহির চরিত্রে অভিনয় করেছে আলিশা পারভিন। চ্যানেল কর্তৃপক্ষ অভিনেত্রীকে চলতি সিরিয়াল থেকে সরিয়ে দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় খুব প্রকাশ করেন আলিশা। এবার মুম্বাই সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে, আলিশার পরিবর্তে দেখা যাবে বাংলার মেয়ে অদ্রিজাকে।

You cannot copy content of this page