বলিউডি সিনেমায় পুলিশের ভূমিকায় সৌরভ গাঙ্গুলী! অবশেষে প্রকাশ্যে এলো মহারাজের অভিনয়!

ক্রিকেট বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ (Sourav Ganguly) , যিনি ‘দাদা’ এবং ‘মহারাজ’ নামে পরিচিত। তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল নতুন উচ্চতায় পৌঁছেছিল। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর, তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ও দৃঢ় নেতৃত্বগুণে তিনি দ্রুতই সমর্থকদের হৃদয়ে স্থান করে নেন। তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল বিদেশের মাটিতে সাফল্যের স্বাদ পায়, যা দেশের ক্রিকেট ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও সৌরভ গঙ্গোপাধ্যায় বিভিন্ন ভূমিকায় নিজেকে মেলে ধরেছেন। জি বাংলার ‘দাদাগিরি’ (Dadagiri) নামক জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো-এর সঞ্চালক হিসেবে তিনি দর্শকদের মন জয় করেছেন। তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থাপনা ও হাস্যরসের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, মাঠের বাইরে থেকেও তিনি সমান জনপ্রিয়। এছাড়াও তিনি অতীতে প্রচুর বিজ্ঞাপনে অভিনয় করেছেন, তবে এবার ব্যাপারটা অন্য।

Khakee 2 : The bengal chapter

সম্প্রতি, নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee 2 : the bengal chapter) প্রচারের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে। এই প্রমোশনাল ভিডিওতে তিনি পুলিশের পোশাক পরে অডিশন দিতে আসেন, যেখানে মজার ছলে ক্রিকেট ও পুলিশের কাজকে মিশিয়ে ফেলেন। পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন অয়ন সেনগুপ্ত, যিনি টলিপাড়ায় কাজের অভাবে ফাস্ট ফুডের দোকান খুলেছেন তপন থিয়েটারের সামনে। এই ভিডিওটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

ভিডিওর শুরুতেই দেখা যায়, ‘খাকি’-র সেটে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় মজার ছলে বলেন, “বাংলা নিয়ে কাজ হচ্ছে, আর ‘দাদা’-কে ডাকেননি!” এরপর তিনি একের পর এক অডিশন দিতে থাকেন, যেখানে তাঁকে পুলিশের চরিত্রে দেখা গেলেও, তিনি বারবার ক্রিকেটের সঙ্গে পুলিশের কাজ গুলিয়ে ফেলছেন। মজার এই অডিশন চলতে থাকলেও শেষ পর্যন্ত বোঝা যায়, সিরিজে সৌরভের জন্য কোনও চরিত্রই বাকি নেই।

আরও পড়ুনঃ ফিরছে আদৃতের পুরনো স্মৃতি! আকাশ সেনের এন্ট্রিতে এবার বদলে যাবে ‘গৃহপ্রবেশ’-এর গল্প!

তখন পরিচালক তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কি এই সিরিজের প্রচারের দায়িত্ব নিতে চান? সৌরভও হাসিমুখে তাতে রাজি হয়ে যান। আজই প্রকাশ্যে এসেছে এই বিনোদনে ভরপুর ভিডিওটি। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজটি বাংলার অপরাধ জগতের অন্ধকার দিকগুলি তুলে ধরবে। সিরিজটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনয় করেছেন।

২০ মার্চ সিরিজটি মুক্তি পাবে, যা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই নতুন ভূমিকায় উপস্থিতি তাঁর ভক্তদের জন্য এক বড় চমক। ক্রিকেট মাঠের বাইরে তাঁর এই নতুন উদ্যোগ প্রমাণ করে যে, তিনি সবসময় নতুন কিছু করার জন্য প্রস্তুত। তাঁর এই প্রচেষ্টা নিঃসন্দেহে দর্শকদের আনন্দ দেবে এবং ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজটির প্রতি আগ্রহ বাড়াবে।