মানুষের জীবনে বিভিন্ন সত্যের মধ্যে অন্যতম কঠিন সত্য হল মৃত্যু, যা অনিবার্য। তবে, মৃত্যু যতই কঠিন হোক না কেন তা মেনে নিতে বরাবরই কষ্ট হয়। বর্তমানে, আবারও এরকম এক সত্যের মুখোমুখি হয়েছে বিনোদন জগত, যাঁর জন্য ঘন অন্ধকার কুয়াশায় ঢেকেছে ভারতের অভিনয় জগত।
দুঃসংবাদ! এই মুহূর্তের সবথেকে বড় খবর প্রয়াত হয়েছেন কন্নড় সিনেমা এবং টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা। গত ১৩ ই এপ্রিল বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যাঙ্ক জনার্ধন।
খোঁজ নিয়ে জানা গেছে বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন ধরে এই অসুস্থ ছিলেন অভিনেতা। মৃত্যুর সময় এই কিংবদন্তি শিল্পীর বয়স ছিল ৭৫ বছর। কিন্তু দিনে দিনে স্বার্থের অবনতি হওয়ার কারণে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই অভিনেতা।
ব্যাঙ্ক জনার্ধনের মৃত্যুতে শোকাহত কন্নড় ইন্ডাস্ট্রিসহ ভারতের সমগ্র বিনোদন দুনিয়া। সিনেমা জগতে অভিনেতা মূলত কমিক টাইমিং এবং চরিত্রের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। অভিনেতার নাম ব্যাঙ্ক জনার্ধন।
আরও পড়ুনঃ চাপে ‘কথা’! টিআরপি তুলতেই ভরসা সেই ‘সোনাতীক’ জুটি! আবারও জুটিতে পর্দায় ফিরছে সোনামণি-প্রতীক!
‘নিউজ’, ‘শশ!’, ‘থারলে নান মাগা’ এবং ‘গণেশ সুব্রামণ্য’-এর নতুন জনপ্রিয় সিনেমায় অভিনেতাকে দেখা গেছে। এছাড়া, ছোট পর্দার ‘পান্ডু পাপা’, ‘রোবো ফ্যামিলি’ এবং ‘জোকালি’-এর মতন ধারাবাহিকেও দেখা গেছে। বিনোদন দুনিয়ায় ব্যাঙ্ক জনার্ধন ৫০০টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন।