বাংলা ধারাবাহিকের অন্যতম মূল বৈশিষ্ট্য হল এখানের চরিত্রগুলি দর্শকদের পরিবার হয়ে ওঠে। তাঁদের কষ্টে নিজেরাও ভেবে ভেবে হয়রান হন যে কী উপায়! আবার তাঁদের আনন্দেও নিজের মেজাজ ফুরফুরে করে ফেলেন।
অপুর স্বামী দীপু কিংবা ভাসান বাপি , আবার কখনও গোবিন্দ হল এমনই একটি চরিত্র। এই চরিত্রগুলিতে অভিনয় করেছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। এছাড়াও হোস্টেল ডেইজ ওয়েব সিরিজ ও দেবের ‘বাঘাযতীন’-এ কাজ করেও তিনি বেশ পরিচিত মুখ হয়ে গিয়েছেন।
কিন্তু সম্প্রতি তিনি আরও একটি বোম ফাটালেন। কাজ করতে চলেছেন বলিউডে। তাও ছোটখাট কোনও চরিত্রে নয়, একেবারে মুখ্য চরিত্রে। আসলে এর আগাম আভাস যদিও অভিনেতা নিজেই দিয়েছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।
বিগত কিছু সময় যাবৎ একটু বেশিই মুম্বইয়ে আনাগোনা দেখা যাচ্ছিল তাঁর। মুম্বইয়ের ‘ যশরাজ ‘ স্টুডিওর সামনে দাঁড়িয়েও ছবি তুলেছিলেন তিনি। সে ছবি ভাগও করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া।
View this post on Instagram
তাহলে কি তাঁকে যশোরাজ প্রোডাকশনেরই কোন কাজে মুখ্য চরিত্র দেখা যাবে? এই বিষয়ে যদিও অভিনেতা সংবাদমাধ্যমকে সরাসরি কিছু বলেননি। বরং স্পষ্ট কথাই জানিয়ে দিয়েছেন, আপাতত এইটুকুই। এর বেশি জানানো বারণ আছে।
“দুই বাচ্চার মা…২০২৫ এ ধূমকেতু হলে নিতাম না!”— ছবি হিট হতেই বদলে গেলেন দেব, শুভশ্রীর অবদান ভুলে গিয়ে মাতৃত্বকে করলেন হেয়! “অপমান করার সাহস কে দিয়েছে? এক মাকে অপমান মানে নিজের মাকেও অপমান।” “আগে মানুষ হও, তারপর অভিনেতা বা প্রযোজক হও”— কটাক্ষ নেটপাড়ার!