দুজনেই ব্লকবাস্টার হিট সিনেমার নায়ক। একচুল জায়গা একে একে অপরকে ছেড়ে দেবেন না এই প্রতিযোগিতায়। তাঁরা হলেন অক্ষয় কুমার এবং সলমন খান। কিন্তু জানেন কি প্রথম জনের উপর রুষ্ট হয়ে দ্বিতীয় জন একবার সেট ছেড়ে বেরিয়ে যান?
২০১৪ সালে ফাগলি সিনেমার শুটিং করছিলেন দুজনে একসঙ্গে। তবে মাঝপথে কাজ ছেড়ে বেরিয়ে যান সলমন। নায়কের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় যে যেখানে শুট চলছিল সেটার ব্যাপারে সলমন কিছু জানতেন না। সেটে তিনি এলে সবকিছু বুঝতে পারেন এবং তখনই তাঁর মনে হয় যে এই গানে তাঁর থেকে বেশি প্রাধান্য পাচ্ছেন অক্ষয় কুমার।
তাই শুধুমাত্র গানের প্রথম অংশটুকু শুট করে বেরিয়ে যান তিনি।
শেষমেশ সিনেমার পরিচালক কবীর সদানন্দ তাঁকে অনুরোধ করেন সিনেমার শুটিং শেষ করে যেতে। তবে ভাইজান কোনওভাবেই তার জন্য রাজি হননি। অগত্যা নায়কের মন রাখতে বাকি শুট না করিয়েই তাঁকে ছেড়ে দিতে হয়। তবে এই ভুল বোঝাবুঝির আঁচ পড়েনি দুই নায়কের সম্পর্কে। তাঁরা। এখনও একইরকম বন্ধু রয়ে গিয়েছে।
“তোমার মেয়ের বাবাই আমার ছেলের বাবা, বাড়াবাড়ি করো না” শ্রীময়ীর কটাক্ষের জবাব দিয়ে শান্ত গলায় তীব্র বার্তা পিঙ্কির!