নিজের জন্মদিনে সাপের কামড় খেয়েছেন তবুও ন’গ্ন হয়ে ফার্মহাউসের পুকুরে ডুব লাগালেন সলমন!
গত ২৫ ডিসেম্বর মাঝরাতে নিজের খামারবাড়িতে সাপের কামড় খেয়েছিলেন অভিনেতা সলমন খান। ঘটনাটি ঘটেছিল নায়কের জন্মদিনের ঠিক আগের দিন। তারপরেও বিশেষ তোয়াক্কা করলেন না বিষয়টিকে। আবার একবার পোশাক খুলে করে নামলেন ভাইজান। এই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সলমন। পুকুরে ডুব দিয়েছেন নায়ক। গায়ে নেই পোশাক মাথায় রয়েছে একটি টুপি।জলে গাছ-পাতা ভর্তি। হাসিমুখে পোজ দিয়েছেন ক্যামেরার জন্য। তবে এই ছবি পোস্ট করার পরেই সলমনের অনুরাগীরা তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাই সাপের কামড়ের কথা স্মরণ করিয়ে দিলো তারা। নায়ক ছবিটা কোথায় তুলেছেন তার উল্লেখ নেই। তাই পুকুরটি নায়কের খামারবাড়ির কিনা সে কথা বোঝা যাচ্ছে না।
জানা গিয়েছে নায়ক কিছুদিন আগেই খামারবাড়ির রক্ষীদেরকে বলেছিলেন খামারবাড়িতে প্রচুর সাপ রয়েছে। তাই ব্যবস্থা নিতে হবে। ঠিক তার পরেই সাপে কামড়ালো তাঁকেই। জানা গেছে খামারবাড়ির চারপাশে প্রচুর আগাছা রয়েছে। বিভিন্ন ধরনের পশু পাখির বাস সেখানে।
View this post on Instagram