ভারতে থাকার পাসপোর্ট থাকা সত্ত্বেও অবৈধ প্রবাসী শাহরুখ খান! নয়া বিপাকে বলিউডের বাদশা?
সোশ্যাল মিডিয়া জুড়ে এখন বলিউডের অন্যতম নায়ক শাহরুখ খান রয়েছেন। কিছুদিন আগে যখন সংগীত শিল্পী লতা মঙ্গেশকর প্রয়াত হন তখন একবার বিতর্কে জড়িয়েছিলেন শাহরুখ। শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে নাকি থুতু ছিটিয়েছেন তিনি, এমনই মন্তব্য উঠেছিল। আরে এর আগে শাহরুখ তাঁর বড় ছেলের মাদক কাণ্ড নিয়ে ছেলে গ্রেফতার হওয়ার পর তাকে ছাড়াতে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত ছিলেন নায়ক। এমনকি সিনেমার শুটিং ফেলে রেখে ছেলেকে বাঁচাতে ছুটে আসেন তিনি দেশে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সম্প্রতি জামিন হয়েছে ছেলে আরিয়ান খানের। আর এরপর আবার সিনেমায় মন দিয়েছেন নায়ক।
মুম্বইয়ের বিখ্যাত ফিল্ম সিটিতে চলছে পরিচালক রাজকুমার হিরানির পরবর্তী ছবির কাজ। ৪-৫ দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে কাজ। এ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান এবং তাঁর বিপরীতে রয়েছেন তাপসী পান্নু, এমনটাই খবর। এই খবর সত্যি হলে প্রথমবার এই জুটিকে দেখা যাবে পর্দায়। অন্যদিকে এক ক্যামিও চরিত্রে রয়েছেন ভিকি কৌশল।
এক অবৈধ প্রবাসীকে নিয়ে এগোবে এই সিনেমার গল্প। আর সেই চরিত্রেই রয়েছেন কিং খান। পঞ্জাব রাজ্যের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে সেট। বিদেশের কিছু জায়গার সঙ্গে মিল রেখেও তৈরি করা হবে সেট। রাজকুমারের এই সিনেমার পাশাপাশি ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন শাহরুখ। সেই কাজও চলছে একইসঙ্গে। এদিকে দক্ষিণের পরিচালক অ্যাটেলির ছবিতেও দেখা যাবে বলিউডের বাদশাকে। আবার বলিউডের ভাইজান সলমন খানের ‘টাইগার থ্রি’ ছবিতেও ক্যামিও ভূমিকাতে রয়েছেন শাহরুখ খান।