২৯ বছরের দীর্ঘ দাম্পত্যের পর ঘর ভা’ঙছে এ আর রহমানের! বিবাহ বি’চ্ছেদ তারকা সঙ্গীতজ্ঞের

বিনোদন জগতে আবারও শোনা গেল দুঃসংবাদ। দেশের অন্যতম খ্যাতনামা সঙ্গীত পরিচালক এ আর রহমান (A R Rahman) ও তাঁর স্ত্রী সায়রা বানু তাঁদের ২৯ বছরের বিবাহিত জীবনের ই’তি টানার ঘোষণা করেছেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রহমান নিজেই এই খবর জানিয়েছেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর, সায়রা বানু বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। ভক্তরা এই খবরে রীতিমতো হতবাক।

একটি অফিসিয়াল বিবৃতিতে এ আর রহমান জানিয়েছেন, “অনেক বছর একসঙ্গে থাকার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। এই সিদ্ধান্ত নেওয়া আমাদের দু’জনের কাছেই অত্যন্ত কঠিন ছিল। আমরা জানি, ভবিষ্যতেও এর জন্য কষ্ট পেতে হবে, কিন্তু এটা আমাদের জন্যই সঠিক।” বিশ্বজোড়া খ্যাতি থাকা এই শিল্পীর ব্যক্তিগত জীবনের এমন সিদ্ধান্তে তাঁর ভক্তরা হতাশ।

অস্কারজয়ী এই সুরকার সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেন। তাঁর কাজের মাধ্যমে বরাবরই আলোচনায় থাকেন তিনি। কিন্তু এবার স্বল্পভাষী এ আর রহমান তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন। রহমান জানিয়েছেন, সায়রা এই কঠিন সময়ে অন্তরালে থাকতে চান এবং নিজের গোপনীয়তা রক্ষা করতে চান। রহমান ভক্তদের কাছে সায়রার এই সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ জানিয়েছেন।

অস্কারজয়ী এই শিল্পীর স্ত্রীর আইনজীবী এক বিবৃতিতে তাঁদের সেপারেশনের বিষয়টি নিশ্চিত করেছেন। সায়রা বানুর তরফ থেকে জানানো হয়েছে, বিয়ের দীর্ঘ ২৯ বছর পর সম্পর্ক থেকে সরে আসা তাঁর জন্য অত্যন্ত দুঃখের এবং কষ্টকর সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত তাঁদের দু’জনের ভালো থাকার জন্যই নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: স্বপ্নপূরণ হল ঝিলিকের, পরিচয় গোপন করে গৌরবের সঙ্গে চার হাত এক হল তার

তাঁর কাজের জন্য বরাবরই দেশ-বিদেশে সম্মান কুড়িয়েছেন রহমান। তাঁর মতো একজন বিশ্ববিখ্যাত শিল্পীর জীবনে এমন ব্যক্তিগত সংকটের খবর ভক্তদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। কিন্তু রহমান ও সায়রা যে পরিণতি মেনে নিয়ে বিচ্ছেদের পথে এগিয়েছেন, তা তাঁদের শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

You cannot copy content of this page