ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানা সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে তিনি পলাশ মুছলের সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছেন। এই ঘোষণা সামনে আসতেই ভেসে ওঠে নানা জল্পনা। একই সময়ে বলিউড সুরকার পলাশও বিয়ে ভাঙার বিষয়টি স্বীকার করে নেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে তাঁর চরিত্র নিয়ে ছড়ানো বিভিন্ন ভুয়ো তথ্যের বিরুদ্ধে তিনি কড়া সতর্কবার্তা দিয়েছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে পলাশ লিখেছেন যে তিনি এখন জীবনের নতুন অধ্যায়ে এগোতে চান। ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত তাঁর জন্য সহজ ছিল না। কিন্তু মানুষ যে তাঁর জীবনের সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে মিথ্যা গল্প ছড়াচ্ছে তা তাঁকে গভীরভাবে আঘাত করেছে। তিনি জানান এটি তাঁর জীবনের অন্যতম কঠিন সময়। তবু তিনি বিশ্বাস করেন যে সমাজ একদিন ভুয়ো গল্পের পিছনে দৌড়ানো বন্ধ করবে এবং সত্যকে গুরুত্ব দেবে।
পলাশ এরপর আরও কঠোর ভাষায় বলেন যে এই ধরনের মিথ্যা তথ্য বহু মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। যারা তাঁর নামে ভুয়ো খবর ছড়িয়ে তাঁর চরিত্রহননের চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে তাঁর টিম আইনগত ব্যবস্থা নেবে। যদিও সম্পর্ক ভাঙার প্রকৃত কারণ তিনি প্রকাশ করেননি। অন্যদিকে স্মৃতি শুধু বিয়ে ভাঙার কথা জানিয়েছেন কিন্তু সম্পর্ক শেষ হয়েছে কি না তা পরিষ্কার করেননি।
গত ২৩ নভেম্বর তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আগের অনুষ্ঠানও সম্পন্ন হয়। কিন্তু বিয়ের দিন সকালেই স্মৃতির বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর কিছুক্ষণের মধ্যেই বিয়ের আয়োজন স্থগিত করা হয়। একই দিন পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন।
আরও পড়ুনঃ ‘কালো মেয়েরা কোনদিনও হিরোইন হতে পারে না’, প্রতিভা থাকা সত্বেও গায়ের রং এর জন্য, অভিনেত্রী মহুয়া হালদার ‘মা’ বা ‘পিসিমা’র ভূমিকায় সীমাবদ্ধ! ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীকে চিরকাল সহ্য করতে হয়েছে অপমান!
পরে প্রকাশ্যে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হয় বিয়ের অনুষ্ঠান চলাকালীনই এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। আরও সামনে আসে অন্য এক মহিলার সঙ্গে তাঁর ব্যক্তিগত চ্যাট। নেটিজেনদের মতে এই কারণেই নাকি স্মৃতি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তবে এই বিষয়ে স্মৃতি এখনও কোনও মন্তব্য করেননি।






