বিভিন্ন সময় কফি উইথ করণ অনুষ্ঠানে এসে নানা রকম মন্তব্য করে ঝড় তোলেন তারকারা। সকলের হাঁড়ির খবর ফাঁস করে দেন করণ। এদিকে খেলার ছলে তাঁদেরকেও অনেক সময় নিজের মুখে বলতে হয় অনেক অজানা কথা।
একসময় অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না এই শোয়ে এসে এক এমন প্রশ্ন পান যার জবাব নিয়ে হইচই সৃষ্টি হয়।
প্রশ্ন করা হয় অক্ষয়ের এমন কী আছে যা খানেদের নেই? সঙ্গে সঙ্গে নায়িকা উত্তর দেন বাড়তি কয়েক ইঞ্চি। এমন জবাবে হেসে ফেলে দর্শকরা। প্যাডম্যানের সঙ্গে নায়িকা যে সুখেই সংসার করছেন তা জানতে বাকি রইল না সবার।
বুধবার গোসল করা হয় এই শো আর ফিরে আসবে না। অনুষ্ঠানের ভক্তদের কাছে তা খুবই দুঃখের খবর ছিল। কিন্তু এতে দুঃখের কিছুই নেই, টিভিতে না দেখতে পেলেও এবার থেকে ডিজনী হটস্টারে দেখা যাবে করণ ও বিভিন্ন তারকাদের আলোচনা। সামনে আসবে ইন্ডাস্ট্রির ভেতরের বিভিন্ন খবর ও গসিপ।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!